ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকা PDF Download করুন

 ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকা ( ibn sina hospital doctor list )- বিশিষ্ট চিকিৎসাবিদ ইবনে সিনার নাম অনুসারে ইবনে সিনা হাসপাতালের নামকরণ করা হয়েছিল। ইবনেসিনা হাসপাতালের নাম শোনেনি বাংলাদেশে এমন কোনো রোগী পাওয়া যাবে না। 

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকা  সিলেট ইবনে সিনা হাসপাতাল ডাক্তার লিস্ট
ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকা  সিলেট ইবনে সিনা হাসপাতাল ডাক্তার লিস্ট

চিকিৎসা সেবার জন্য হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোগীরা যদি হাসপাতাল থেকে সঠিকভাবে চিকিৎসা সেবা নিতে নাই পারে তাহলে সেই হাসপাতাল দিয়ে দেশের কোন রোগীরা উপকৃত হতে পারবেনা। 

বাংলাদেশে যতগুলো প্রাইভেট হসপিটাল রয়েছে তার মধ্যে ইবনে সিনা সেরা হসপিটালগুলোর মধ্যে  একটি।যদিও বেসরকারী হসপিটাল হিসেবে ইবনে সিনা হাসপাতালের যাবতীয় চিকিৎসা খরচ অন্যান্য হাসপাতালের তুলনায় ব্যয়বহুল হয়ে থাকে যার ফলে বাংলাদেশের মেক্সিমাম সামর্থ্যবান পরিবারের সদস্যরা এই হসপিটাল থেকে সঠিক চিকিৎসা সেবা নিতে পারে। 

অনেক বছর যাবৎ এই হসপিটালের যেমন সুনাম ও খ্যাতি রয়েছে তেমনি এই হসপিটালের অভিজ্ঞ চিকিৎসকদের থেকে রোগীরা তাদের সুষ্ঠু ও সঠিক চিকিৎসা সেবা নেওয়ার মাধ্যমে সুস্থ হয়ে উঠছে। ১৯৮০ সালের জুন মাসে ইবনে সিনা হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল।

এই হসপিটালে রয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক, রোগীদের জন্য বিশেষ কক্ষ, রোগ নির্ণেয়ের জন্য বিশেষ যন্ত্রপাতি, অভিজ্ঞ কর্মচারী, দক্ষ নার্স/ সেবিকা এমনকি আধুনিক চিকিৎসা সামগ্রীর প্রযুক্তিতে পরিপূর্ণ একটি উন্নত মানের হাসপাতাল। 

ইবনে সিনা হাসপাতালের ডাক্তারদের তালিকা | সিলেট ইবনে সিনা হাসপাতাল ডাক্তার লিস্ট - ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকা

আমি এখন আপনাদের সাথে ইবনে সিনা হসপিটালের ডাক্তারদের তালিকাটি শেয়ার করছি।  এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা ডাক্তারদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আপনার সমস্যা অনুযায়ী সঠিক ডাক্তার নির্বাচন করতে পারবেন।

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকায় নিউরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন:

ডক্টর লুৎফুল কবির প্রফেসর 

ডক্টর মোহাম্মদ জহির উদ্দিন প্রফেসর 

ডক্টর সোহেল মাহমুদ আরাফাত 

ডক্টর এ আর খান

ডক্টর মোঃ আইয়ুব আলী চৌধুরী 

ডক্টর আহমেদ মানাদির হোসেন

ডক্টর সাকিনা আনোয়ার

ডক্টর ফেরদৌস খান

ডক্টর এম দেলোয়ার হোসেইন

ডক্টর মির্জা মোহাম্মদ হিরন

ডক্টর মোঃ রফিকুল ইসলাম

ডক্টর আব্দুল হাই 

ডক্টর আমিরুল হক

অধ্যাপক ডক্টর মোঃ মাহবুবুর রহমান 

ডক্টর নাজমুন নাহার

ডক্টর নাঈমা মাসরুরা

প্রফেসর ডক্টর. মো: লতিফ কবির

ইবনে সিনা হাসপাতালের ডাক্তারদের তালিকায় কার্ডিওলজি বিশেষজ্ঞদের নাম:

ডক্টর এম তৌহিদুল হক প্রফেসর 

ডক্টর জেহাদ খান

ডক্টর মোঃ মনসুরুল হক

ডক্টর সুফিয়া জান্নাত 

প্রফেসর ডক্টর এস এম সিদ্দিকুর রহমান

ডক্টর মোঃ শফিকুর রহমান পাটোয়ারী

সিলেট ইবনে সিনা হাসপাতাল ডাক্তার লিস্ট সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপি বিশেষজ্ঞরা হলেন:

ডক্টর ঝুনু শামসুন নাহার প্রফেসর 

ডক্টর মুস্তাফিজুর রহমান 

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকায় সার্জারি বিভাগে চিকিৎসকদের নাম:

ডক্টর জেনারেল মোঃ সাইদুর রহমান

ডক্টর জাফরুল্লাহ সিদ্দিক জেনারেল 

ডক্টর তাহমিনা সাত্তার 

ডক্টর ওয়াকিল আহমেদ 

ডক্টর মোঃ কামরুল আহসান

ডক্টর মইনুল হক সরকার প্রফেসর 

ডক্টর. এফ.এইচ. চৌধুরী (ফরহাদ)

ডক্টর মুহাম্মদ সিরাজ-উল-ইসলাম 

প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম 

প্রফেসর ডক্টর লুৎফর রহমান খান 

প্রফেসর ডাঃ মুখলেসলুর রহমান ভূইয়া

ডক্টর এএনএম জিয়াউর রহমান

ডক্টর আমরীন ফারুক

ডক্টর শায়দা আলী

ইবনে সিনা হাসপাতালের ডাক্তারদের তালিকায় অনকোলজি বিভাগে যারা বয়েছেন তারা হলো:

প্রফেসর ডক্টর এ কে এম হামিদুর রহমান 

ডক্টর পারভিন আক্তার বানু 

ডক্টর শাহানা পারভিন 

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকায় ইউরোলজি বিভাগে যারা কর্মরত আছে তারা হলো:

প্রফেসর ডক্টর এম ফখরুল ইসলাম 

প্রফেসর ডক্টর. মো. গোলাম মওলা চৌধুরী

ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান 

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকায় স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা ডিপার্টমেন্টে আছেন তারা হলো:

ডক্টর সালমা রউফ প্রফেসর 

ডক্টর মুসাররাত সুলতানা (সুমি)

ডক্টর নাজলিমা নার্গিস 

ডক্টর রাশিদা খানম (রিতু)

ডক্টর রুশদানা রহমান (তমা)

ডক্টর সাবিহা ইসলাম

ডক্টর ফাহমিদা জাবিন 

ডক্টর সুরাইয়া বেগম

ডক্টর নাইমা মাসুদ

ডক্টর জেসমিন আক্তার

প্রফেসর ডক্টর খালেদা আক্তার

ডক্টর জেসমিন ইকবাল জুঁই

প্রফেসর ডক্টর কোহিনূর বেগম

ডক্টর ফাতেমা বেগম

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকায় এলার্জি ও চর্ম রোগ বিশেষজ্ঞদের নাম হল:

প্রফেসর ডক্টর. এম. ফেরদৌস

ডক্টর জাকির হোসেন গালিব  

ডক্টর মাসুদা খাতুন

সিলেট ইবনে সিনা হাসপাতাল ডাক্তার লিস্ট টি লক্ষ করলে নেক ও হেড বিশেষজ্ঞ পেতে পারেন।

অধ্যাপক কামরুল হাসান তরফদার

অধ্যাপক ব্রিগেডিয়ার ডক্টর. জেনারেল 

ডক্টর এম এস খুরশীদ আলম

লে.কর্ণেল (অব.) প্রফেসর ডক্টর মোঃ আব্দুল্লাহ হেল কাফি

ডক্টর মোঃ আরিফ হোসেন ভূঁইয়া 

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকায় হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞরা হলেন-

ডক্টর মাহমুদুল হক 

ডক্টর সুলতানা মারুফা শাফিন 

ডক্টর এম এ আজাদ

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকায় যে সকল ডক্টররা শিশু বিশেষজ্ঞ বিভাগে আছে তারা হল-

ডক্টর সারওয়ার ফেরদৌস প্রফেসর 

ডক্টর এম এ মতিন

ডক্টর মাহেরুন্নেছা মাসুদ 

ডক্টর এস এম আলম

ডক্টর মোঃ মহিউদ্দিন

ডক্টর কামাল হোসেন জুয়েল

ডক্টর শাহীন আকতার

প্রফেসর ডক্টর শাহীন আক্তার

ডক্টর সৈয়দ এ.এম. আনোয়ারুল আবেদিন

ডক্টর তাহমিনা করিম

ডক্টর কাজী আবুল হাসান

ডক্টর এ বি এম মুকিব

ডক্টর এম এস খালেদ

ইবনে সিনা হাসপাতালের ডাক্তারদের তালিকায় কার্ডিয়লজি ডিপার্টমেন্টে যারা কর্মরত রয়েছেন সম্মানিত ডক্টরদের নাম গুলো হল-

ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন

কর্নেল (অব.) অধ্যাপক ডক্টর জেহাদ খান

ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান (শাহিন)

কার্ডিয়াক সার্জারি বিভাগে আছেন-

ডক্টর কাজী আবুল হাসান

ডক্টর মোঃ আবুল কাশেম

ডক্টর মোঃ জাকির হোসেন

ডক্টর মোঃ আবুল কাশেম

ডক্টর সাজেদুর রেজা ফারুকী

ডক্টর মোঃ জাকির হোসেন

ডক্টর আজিজুল হক

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারদের তালিকায় নেফ্রলজি চিকিৎসকরা হলেন-

অধ্যাপক ডক্টর মোঃ শহিদুল ইসলাম সেলিম

ডক্টর মোঃ আব্দুল মুকিত

সুতরাং বলা যায়, বাংলাদেশের চিকিৎসা খাতে ইবনে সিনা হাসপাতাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আপনি স্বাস্থ্য সম্পর্কিত যে কোন সমস্যায় ভুগে থাকলে আপনার নিকটস্থ এলাকায় ইবনে সিনা হাসপাতালে যোগাযোগ করতে পারেন।

ইবনে সিনা হাসপাতাল ডাক্তারের তালিকা - আশা করা যায়, ইবনে সিনা হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেওয়ার মাধ্যমে আপনি সুস্থ ও সুন্দর জীবন যাপন উপভোগ করতে পারবেন। আগামী ভবিষ্যতেও ইবনে সিনা হাসপাতাল রোগীদেরকে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করার জন্য চেষ্টা করে যাচ্ছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ