সার্ক এর পূর্ণরূপ কি | সার্ক এর উদ্দেশ্য কি ছিল

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সার্ক এর পূর্ণরূপ কি | সার্ক এর উদ্দেশ্য কি ছিল জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সার্ক এর পূর্ণরূপ কি | সার্ক এর উদ্দেশ্য কি ছিল।.

সার্ক কী | সার্ক এর উদ্দেশ্য লেখ

সার্ক এর পূর্ণরূপ কি | সার্ক এর উদ্দেশ্য কি ছিল

প্রশ্ন : সার্ক কী | সার্ক এর উদ্দেশ্য লেখ

উত্তর -   সার্ক এর পূর্ণনাম হল South Asian Association for Regional Co-operation যাকে দক্ষিণ-এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বলে। ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠা করা হয়। সার্কের সদস্য সংখ্যা ৭টি দেশ। 

এই সাতটি দেশ হল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। বর্তমানে আফগানিস্তানকে সার্কের নতুন সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

সার্কের উদ্দেশ্য হল ঃ

১। দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি।

২। সার্কভুক্ত প্রতিটি দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি। 

৩। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা প্রদান । 

8 জনসংখ্যা সংক্রান্ত সহায়তা দান।

৫। কৃত্তি, আবহাওয়া, টেলিযোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন ।

৬। পরিবহন, ডাক, শিল্প ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে পরস্পর পরস্পরের প্রতি সহায়তা দান প্রভৃতি । পরিশেষে বলা যায়, উপরিউক্ত সকল বিষয়ে পরস্পর সহায়তার জন্য সার্ক জন্মলাভ করে।

আর্টিকেলের শেষকথাঃ সার্ক এর পূর্ণরূপ কি | সার্ক এর উদ্দেশ্য কি ছিল

আমরা এতক্ষন জেনে নিলাম সার্ক কী | সার্ক এর উদ্দেশ্য লেখ। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ