আর্মেনীয় উজির কারা । ফাতেমীয় খিলাফতে আর্মেনীয় উজির বলতে কী বুঝ

আর্মেনীয় উজির কারা । ফাতেমীয় খিলাফতে আর্মেনীয় উজির বলতে কী বুঝ
আর্মেনীয় উজির কারা । ফাতেমীয় খিলাফতে আর্মেনীয় উজির বলতে কী বুঝ

আর্মেনীয় উজির কারা । ফাতেমীয় খিলাফতে আর্মেনীয় উজির বলতে কী বুঝ

উত্তর : ভূমিকা : ফাতেমীয় খিলাফতের ইতিহাস আর্মেনীয় উজিরেরা ফাতেমীয়দের সাথে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

আর্মেনীয় উজির পরিবার প্রায় ৫০ বছর ধরে ফাতেমীয়দের খিলাফতে এক উজ্জল অধ্যায়ের সূচনা করেন। 

শিল্প, সাহিত্য, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সাফল্যের সাথে আর্মেনীয় উজিরগণ কার্যক্রম পরিচালনা করেন।

→ আর্মেনীয় উজিরদের পরিচয় : ফাতেমীয় খিলাফতে আর্মেনীয় উজিরদের আবির্ভাব একটি উল্লেখযোগ্য ঘটনা। সিরিয়ার আমীর কালাম উদ্দিনের অধীনে বদর নামক একজন ক্রীতদাস চাকরি করতেন। 

তিনি স্বীয় দক্ষতা, যোগ্যতা ও প্রতিভাবলে প্রভুর মন জয় করেন। একে বদর জামালী আক্কার শাসনকর্তার পদে নিযুক্ত করেন। এরূপ বদর আল জামালী ১০৭০ সালে উজির পদ লাভ করেন। ক্ষমতা লাভ করে আর্মেনীয় উজির পরিবার।

→ আমেনীয় উজির : নিম্নে আর্মেনীয় উজিরদের সম্পর্কে আলোচনা হলো :

১. বদর আল জামালী : ফাতেমীয় খিলাফতের ইতিহাসে বদর আল জামালী মিশরে এক নতুন যুগের সূচনা করেন। ১০৭০ সালে ফাতেমীয় খলিফা আল মুসতানসির বদর আল জামালীকে দাওরা বিভাগ ছাড়া সকল বিভাগের দায়িত্ব অর্পণ করেন। খলিফা তাকে আমিরুল আজম উপাধি প্রদান করেন। বদর আল জামালী ১০৯৪ সালে মৃত্যুবরণ করেন ।

২. আল মালিক আল আফজাল : বদর আল জামালীর মৃত্যুর পর খলিফা আল মুসতানসির আমিল উদ্দৌলাকে উজির নিযুক্ত করেন। কিন্তু অল্পদিনের মধ্যে আল মালিক আল আফজাল শক্তি প্রয়োগের মাধ্যমে উজির পদ লাভ করেন। 

খলিফা মুসতানসির মৃত্যুবরণ করলে খলিফার কনিষ্ঠ পুত্র আমীরকে সিংহাসনে বসান এবং নিজে তার অভিভাবক হন। 

এ সময় তিনি রাষ্ট্র ও সেবাহিনীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। এক গভীর ষড়যন্ত্রের ফলে ফাতেমীয় খিলাফতে অধিষ্ঠিত ২য় উজির আল আফজাল ১১৩০ সালে নিহত হন।

৩. উজির আবু আলী আহমদ : উজির আল আফজালের মৃত্যুর পরেই খলিফা আমীর গুপ্ত ঘাতকদের হাতে নিহত হন। তিনি নিঃসন্তান ছিলেন। 

এই জন্য কায়রোর সেনাবাহিনী আল আফজালের পুত্ৰ আৰু আলী আহমদকে উজির হিসেবে ঘোষণা করেন। 

তিনি একজন দক্ষ শাসক ছিলেন। কিন্তু অল্পদিনের মধ্যে খলিফা হাফিজের চক্রান্তে ১১৪০ সালে গুপ্তঘাতকের হাতে নিহত হন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মিশরে ফাতেমীয় খিলাফতে আর্মেনীয় উজিরদের অবদান অনস্বীকার্য। ফাতেমীয় খিলাফতের এক সংকটজনক সময়ে আর্মেনীয় উজিরদের উত্থানে ফাতেমীয় সাম্রাজ্য শান্তি-শৃঙ্খলা ফিরে আসে। আর্মেনীয় উজিরদের শাসন ফাতেমীয়র জন্য আশীর্বাদ হিসেবে চিহ্নিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ