প্রাচীন বাংলার উল্লেখযোগ্য বন্দর ছিল কি কি
প্রাচীন বাংলার উল্লেখযোগ্য বন্দর ছিল কি কি |
প্রাচীন বাংলার উল্লেখযোগ্য বন্দর ছিল কি কি
- অথবা, প্রাচীন বাংলার বন্দরগুলো সংক্ষেপে উল্লেখ কর ।
উত্তর : ভূমিকা : প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনেক বন্দর গড়ে উঠেছে। প্রাচীনকাল থেকেই ব্যাপক বাণিজ্যক প্রসারের স্বার্থেই। এসব বন্দর গড়ে উঠে। প্রয়োজনের তাগিদে প্রাচীনকাল থেকেই অনেক বন্দরের গোড়াপত্তন হয়।
• প্রাচীন বাংলার উল্লেখযোগ্য বন্দরসমূহ : প্রাচীনকাল থেকেই এ দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কে গড়ে উঠেছিল। আর বাণিজ্যের জন্যই প্রয়োজন বন্দরের।
প্রাচীনকালে এ দেশে অসংখ্য বন্দর গড়ে উঠে। সিন্ধুর বিখ্যাত বন্দর বারবারিকাম, গুজরাটের ভারুচ এবং মহারাষ্ট্রের বিখ্যাত বন্দর হলো সুপক।
এসব বন্দর দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে চন্দনকাঠ, পাথর, কয়লা, ফলমূল সহ প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি ও রপ্তানি করা হতো।
সে সময় গুজরাটের ক্যাম্বে বন্দর বিখ্যাত ছিল। তাছাড়াও মধ্যযুগে গোয়া, কোচিন ও কালিকট বন্দরের ব্যাপক খ্যাতি ছিল।
চম্পা, তাম্রলিপি, মাসলিয়া, চোল, মামলাপুরম বন্দর ভারতের উপকূলে গড়ে উঠেছিল। সপ্তগ্রাম ছিল পূর্ব উপকূলের বিখ্যাত বন্দর।
চট্টগ্রাম ছিল সে সময়ে বাংলার গুরুত্বপূর্ণ এক বন্দর। শ্রীপুর, মসুলিপটম, পুলিকট, নেগাপটম, চোল মাদ্রাজ ইত্যাদি ছিল সে সময়ে বাংলার বিখ্যাত বন্দর।
প্রাচীনকালে বাংলায় আরো কতকগুলো বিখ্যাত বন্দরের নাম পাওয়া যায় যেমন, ঘানা, মোম্বাই ও সুরাট।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীনকালে বাংলায় ব্যবসা-বাণিজ্যের স্বার্থেই এসব বন্দর গড়ে উঠেছে। তবে বাংলার এসব বন্দর দিয়ে ব্যাপক পণ্য আমদানি ও রপ্তানি হতো যার দরুন বাংলার এসব বন্দর ব্যাপক বিস্তার লাভ করে ।