প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন কতগুলো গ্রন্থের নাম উল্লেখ কর
প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন কতগুলো গ্রন্থের নাম উল্লেখ কর |
প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন কতগুলো গ্রন্থের নাম উল্লেখ কর
- অথবা, প্রাচীন জনপদের ধারণা পাওয়া যায় এমন গ্রন্থ কি কি?
উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলার অনেকগুলো জনপদের ধারণা পাওয়া যায়। এসব জনপদের ধারণা মূলত ভিন্ন লেখকদের গ্রন্থ থেকে পাওয়া যায়। এসব গ্রন্থ থেকে আমরা জনপদসমূহের সুষ্ঠু ধারণা পাই।
জনপদের ধারণা পাওয়া গ্রন্থসমূহ : নিচে প্রাচীনকালে যেসব গ্রন্থে জনপদের ধারণা পাওয়া যায় সেসব গ্রন্থের সংক্ষিপ্ত আলোকপাত করা হলো :
১. ঐতেরেয় আরণ্যক : সব প্রথম বঙ্গ নামক প্রাচীন জনপদের নাম ঐতেরেয় আরণ্যক গ্রন্থে পাওয়া যায়।
২. অভিধান চিন্তামণি গ্রন্থ : হেমচন্দ্রের অভিধান চিন্তামণি গ্রন্থে বঙ্গ নামের বর্ণনা পাওয়া যায়।
৩. বৈদিক গ্রন্থ : পুণ্ড্র জনপদের নাম সর্বপ্রথম বৈদিক গ্রন্থে পাওয়া যায়। তাছাড়া পুণ্ড্র জনপদের নাম মহাভারতের দ্বিগ্বিজয় পর্বে উল্লেখ আছে।
৪. রাম চরিত্র : সন্ধ্যাকরনন্দীর রাম চরিত বরেন্দ্র বা বরেন্দ্রভূমির নাম পাওয়া যায়।
৫. তবাকাত-ই-নাসিরী : তবাকাত-ই-নাসিরী গ্রন্থে বরেন্দ্র নামের ধারণা ও বর্ণনা পাওয়া যায়।
৬. ন্যায়কান্ডালি গ্রন্থ : শ্রীধরাচার্যের ন্যায়কাঙালি নামক গ্রন্থে প্রথম রাঢ় দেশের নাম উল্লেখ পাওয়া যায়।
৭. কৌটিল্যের অর্থশাস্ত্র : গৌড় নামক বিখ্যাত জনপদটির নাম কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে পাওয়া যায়।৮. এলাহাবাদ প্রশস্তি : সমুদ্রগুপ্তের রচনা এলাহাবাদ প্রশস্তি তে সমতট জনপদের নাম উল্লেখ পাওয়া যায়।
৯. চন্দ্রবংশীয় লিপি : চন্দ্রবংশীয় লিপিতে হরিকেল রাজ্যর উল্লেখ পাওয়া যায়। এখান থেকে হরিকেল রাজ্য সম্বন্ধে ব্যপক তথ্য পাওয়া যায় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে প্রাচীন জনপদগুলোর নাম এবং বর্ণনা ভিন্ন সময় ভিন্ন গ্রন্থ ও তত্ত্ব থেকে পাওয়া গেলেও সবচেয়ে উল্লেখযোগ্য বর্ণনা পাওয়া যায় উল্লিখিত গ্রন্থসমূহে ।