বিশ্বরূপ সেনের পরিচয় দাও। বিশ্বরূপ সেন কে ছিলেন

বিশ্বরূপ সেনের পরিচয় দাও। বিশ্বরূপ সেন কে ছিলেন
বিশ্বরূপ সেনের পরিচয় দাও। বিশ্বরূপ সেন কে ছিলেন

বিশ্বরূপ সেনের পরিচয় দাও। বিশ্বরূপ সেন কে ছিলেন

উত্তর : ভূমিকা : রাজা লক্ষণসেনের পর তার পুত্র বিশ্বরূপসেন ও কেশবসেন সিংহাসনে আরোহণ করেন। সম্ভবত বিশ্বরূপ সেন জ্যৈষ্ঠ ছিলেন এবং প্রথমে সিংহাসনে আরোহণ করেন।

বিশ্বরূপ সেনের পরিচয় : বিশ্বরূপ সেন রাজা লক্ষণ সেনের পুত্র ছিলেন। তার রাজত্বকাল বিস্তৃত বিবরণ পাওয়া যায়নি। বিশ্বরূপ সেনের তাম্রশাসনে বিক্রমপুর ও দক্ষিণবাদের সমুদ্র তীরে ভূমিদানের উল্লেখ আছে। 

দক্ষিণ পূর্ব বাংলায় তার রাজ্য সীমাবদ্ধ ছিল মনে করা হয়। বিশ্বরূপসেন ও কেশবসেন উভয়েই সবনাম্বয় প্রলয় কাল রুদ্র বলে তাম্রশাসনে অভিহিত হয়েছেন। 

তাদের এই উপাধি দেখে মনে হয় তারা মুসলিম আক্রমণ প্রতিহত করে পূর্ব ও দক্ষিণবঙ্গ স্বীয় অধিকারে রাখতে সক্ষম হয়েছিলেন। 

বিশ্বরূপসেনের মদনপাড়া তাম্রশাসনে তার রাজত্বের চতুর্থ বৎসরে এবং আর একটি এর পরে প্রদত্ত হয়েছিল। দুই ভাইয়ের রাজত্বকাল প্রায় ২৫ বছর উল্লেখ করা হয়। 

বিশ্বরূপসেনের তাম্রশাসনে কুমার সূর্যসেন ও পুরুষোত্তমসেনের নাম উল্লেখিত হয়েছে। ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজ তার তাকত-ই-নাসিরি গ্রন্থে লক্ষণসেনের বংশধরগণ বঙ্গে রাজত্ব করতেন বলে তিনি উল্লেখ করেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, লক্ষণসেনের বংশধরগণ অন্তত ১২৪৫ বা ১২৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সেন বংশের পতন উপর দেব রাজবংশ প্রতিষ্ঠিত হয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ