বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলাফল আলোচনা কর

বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলাফল আলোচনা কর
বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলাফল আলোচনা কর

বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলাফল আলোচনা কর

  • অথবা, বখতিয়ার খলজির বঙ্গ বিভায়ের ফলাফলসমূহ উল্লেখ কর।

উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলার ইতিহাসে বখতিয়ার খলজি এক বিশিষ্ট স্থান দখল করে আছেন। তের শতকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করে তিনি প্রাচীন বাংলার ইতিহাসে অমর হয়ে আছেন। 

বখতিয়ার খলজি (১২০৩-১২৩৪) খ্রিষ্টাব্দে বাংলা আক্রমণ করে মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদূরপ্রসারী ভূমিকা পালন করেছেন। যার ফলে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল প্রায় সাড়ে পাঁচশত বছরব্যাপী।

→ বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলাফল : বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলে বাংলা হতে চিরতরে হিন্দু শাসনের অবসান ঘটে এবং প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। 

নিম্নে প্রশ্নালোকে বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলাফল আলোচনা করা হলো :

১. মুসলিম শাসন প্রতিষ্ঠা : বখতিয়ার খলজির বঙ্গ অভিযানের মধ্যে দিয়ে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। আর এজন্যই বখতিয়ার খলজিকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার স্রষ্টা বলা হয়। তাঁর বঙ্গ অভিযানের মাধ্যমে বাংলা হতে চিরদিনের মতো হিন্দু শাসনে অবসান হয়।

২. হিন্দু শাসনের অবসান : বখতিয়ার খলজির বঙ্গ অভিযানের ফলে বাংলা থেকে হিন্দু শাসনের অবসান ঘটে এবং তদস্থলে প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। বাংলা হতে সেন রাজবংশের শাসনেরও সমাপ্তি ঘটে।

৩. মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার সূচনা : বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা পথের সূচনা হয়। 

এ অঞ্চলের রাজনীতি, সংস্কৃতি, ধর্মীয় প্রভৃতি ক্ষেত্রে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। যার ফলে প্রায় ৫৫০ বছর। বাংলায় মুসলিম শাসন স্থায়ী হয়।

৪. ইসলামের প্রচার বৃদ্ধি : বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলে উপমহাদেশে ইসলামের প্রাচার ও প্রসার ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়। 

যদিও মুসলিমদের বঙ্গ বিজয়ের পূর্বে বাংলায় বহু সুফি ধর্ম প্রচার করতে এসেছিল। এসব সুফি সাধকদের প্রচার আরও বৃদ্ধি পায় বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের মাধ্যমেই।

৫. ধন-সম্পদ লাভ : বখতিয়ার খলজি বঙ্গ বিজয় করে লক্ষ্মণ সেনের অনেক ধন-সম্পদ লাভ করেন। এছাড়াও ভূতবর্ণ এবং বিপুল সংখ্যক হস্তি তিনি লাভ করেন।

৬. রাজ্যসীমা নির্ধারণ : বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলে উত্তরে তার রাজ্য সীমা পূর্ণিয়া দেবকোট ও রংপুরের পূর্বে তিস্তা ও করতোয়া নদীর এবং পশ্চিমে কুশী নদীর নিম্নাংশ থেকে রাজমহল পর্যন্ত বিস্তৃত ছিল।

৭. আদর্শিক ফলাফল : বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলে বাংলায় বিভিন্ন দেশের অধিবাসীরা এসে বসতি স্থাপন করে এদের মধ্যে, আফগান, তুর্কি আরববাসী প্রভৃতি বসতি স্থাপন করে। 

এ সময় ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধি পায়। বহু আলেম অবাধে ইসলাম ধর্ম প্রচার করে। বহু হিন্দু ও বৌদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বখতিয়ার খলজির বঙ্গ | বিজয়ের পিছনে অনেকগুলো যুক্তিযুক্ত কারণ ছিল। ফলে বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ে আগ্রহী হয়ে বঙ্গ বিজয় করেন। 

এ বিজয়ের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। বিশেষ করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ