চন্দ্রবংশের রাজাদের নাম ও রাজত্বকাল আলোচনা কর

চন্দ্রবংশের রাজাদের নাম ও রাজত্বকাল আলোচনা কর
চন্দ্রবংশের রাজাদের নাম ও রাজত্বকাল আলোচনা কর

চন্দ্রবংশের রাজাদের নাম ও রাজত্বকাল আলোচনা কর

  • অথবা, চন্দ্রবংশীয় রাজাদের নাম উল্লেখপূর্বক তাদের রাজত্বকাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর

উত্তর : ভূমিকা : দক্ষিণ-পূর্ব বাংলায় যে সকল রাজবংশ শাসনকার্য পরিচালনা করেছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ বংশ হিসেবে পরিচিত ছিল চন্দ্রবংশ। 

এ বংশ প্রায় ১৫০ বছর ব্যাপী দক্ষিণ-পূর্ব বাংলায় শৌর্যবীর্যের সাথে তাদের শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। লিপি প্রমাণের মাধ্যমে জানা যায় যে ত্রৈলোক্য চন্দ্র ছিলেন এ বংশের অভ্যুত্থানের নায়ক।

→ উৎস : ময়নামতিতে প্রাপ্ত তিনটি তাম্রশাসন, ঢাকায় প্রাপ্ত একটি তাম্রশাসন এবং সিলেটের পশ্চিমভাগে প্রাপ্ত একটি তাম্রশাসন থেকে আমরা চন্দ্রবংশের রাজাদের নাম এবং তাদের রাজত্বকাল সম্পর্কে জানা যায়।

→ চন্দ্রবংশের রাজাদের নাম ও রাজত্বকাল : চন্দ্ররাজাদের প্রাপ্ত তাম্রশাসন এবং সমসাময়িক অন্যান্য তথ্য থেকে চন্দ্রবংশের যে সকল রাজাদের নাম পাওয়া যায়, তা থেকে তাদের রাজত্বকাল নির্ণয় করা সম্ভব। 

চন্দ্ররাজাদের তালিকা ও বিভিন্ন রাজার শাসনকালে প্রাপ্ত বিভিন্ন লিপি থেকে তাদের রাজত্বকালের ঊর্ধ্বতন সংখ্যা নিয়ে তালিকা আকারে উল্লেখ করা হলো :

→ চন্দ্রবংশের রাজাদের বংশানুক্রমিক তালিকা :

১. পূর্ণচন্দ্র : পূর্ণচন্দ্র হলেন চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা। তার রাজত্বকাল আনুমানিক ৮৬৫-৮৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

২. সুবর্ণচন্দ্র : পূর্ণচন্দ্রের পুত্র হলো সুবর্ণচন্দ্র। তার রাজত্বকাল ছিল আনুমানিক ৮৮৫-৯০৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

৩. ত্রৈলোক্যচন্দ্র : ত্রৈলোক্য চন্দ্র হলেন চন্দ্রবংশের সার্বভৌম ক্ষমতার প্রতিষ্ঠাতা তার রাজ্যস্থল ছিল চন্দ্রদ্বীপ। তিনি আনুমানিক ৯০৫-৯২৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন।

৪. শ্রীচন্দ্র : শ্রীচন্দ্র বহুকাল বাংলায় শাসন করেছিলেন। আনুমানিক ৯২৯-৯৭৫ সাল পর্যন্ত শাসন করেছিলেন।

৫. কল্যাণচন্দ্র : কল্যাণচন্দ্র ছিলেন শ্রীচন্দ্রের পুত্র। তিনি আনুমানিক ৯৭৫ থেকে ১০০০ সাল পর্যন্ত শাসন করেছিলেন। 

৬. লড়হচন্দ্র : লড়হচন্দ্রের সময় বেশ উন্নতি হয়। তিনি ১০০০-২০ সাল পর্যন্ত শাসন করেন।

৭. গোবিন্দচন্দ্র : চন্দ্রবংশের সর্বশেষ রাজা হলেন গোবিন্দ্র চন্দ্র। তার শাসন কাল হলো ১০২০-৫৫ সাল পর্যন্ত।

উল্লিখিত তথ্য অনুযায়ী শেষের চারজন রাজা মোটামুটিভাবে ১১০/১৫ বছরব্যাপী রাজত্ব করেছিলেন। তবে চন্দ্রবংশের রাজারা কোন সময় হতে রাজত্ব শুরু করে ছিলেন বা চন্দ্রবংশ কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল যে সম্পর্কে তেমন কিছুই জানা যায় নি ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, দক্ষিণ-পূর্ব বাংলায় চন্দ্রবংশের সকল রাজার নাম ও তাদের রাজত্বকাল সম্পর্কে সম্যক ধারণা লাভ অনেকটাই দুরূহ ব্যাপার। 

তবে এটুকু জানা যায় যে, ত্রৈলোক্য চন্দ্র চন্দ্রবংশের উত্থান ঘটিয়েছিলেন এবং তার পুত্র শ্রী চন্দ্রের রাজত্বকালে তাদের ক্ষমতা উন্নতির উচ্চ শিখরে উঠেছিল। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ