দ্বিতীয় মহীপালের পরিচয় দাও ৷ দ্বিতীয় মহীপাল কে ছিলেন

দ্বিতীয় মহীপালের পরিচয় দাও ৷ দ্বিতীয় মহীপাল কে ছিলেন
দ্বিতীয় মহীপালের পরিচয় দাও ৷ দ্বিতীয় মহীপাল কে ছিলেন

দ্বিতীয় মহীপালের পরিচয় দাও ৷ দ্বিতীয় মহীপাল কে ছিলেন

  • অথবা, দ্বিতীয় মহীপালের সম্পর্কে টীকা লিখ । 

উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলার ইতিহাসে পাল সাম্রাজ্যের শাসন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় । পাল রাজাদের মধ্যে দ্বিতীয় মহীপাল একটি অন্যতম নাম । তার রাজত্বকালে বাংলায় ব্যাপক বিদ্রোহ হয় ।

→ দ্বিতীয় মহীপালের পরিচয় : দ্বিতীয় মহীপাল পাল সাম্রাজ্যের দ্বাদশতম রাজা ছিলেন। তাঁর পিতার নাম তৃতীয় বিগ্রহপাল। পিতার মৃত্যুর পর আনুমানিক ১০৭০ খ্রি. দ্বিতীয় মহীপাল পাল সাম্রাজ্যের সিংহাসনে বসেন। 

তিনি ১০৭০ খ্রি. থেকে ১০৭৫ খ্রি. পর্যন্ত মাত্র পাঁচ বছর রাজত্ব করেন। পাল সাম্রাজ্যের অবনতি ও বিলুপ্তির এক যুগ সন্ধিক্ষণে তিনি পাল সিংহাসনে আরোহণ করেন। 

সিংহাসনে আরোহণ করার পর তিনি বুঝতে পারেন যে, তার বিরূদ্ধে চারদিকে ঘোর ষড়যন্ত্র চলছে। আর এ ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারই ভ্রাতা রামপাল । 

রামপাল তাঁকে সিংহাসনচ্যুত করে নিজে রাজা হওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন। তাই দ্বিতীয় মহীপাল তাঁর ভ্রাতৃদ্বয় রামপাল এবং শুরপালকে কারারূদ্ধ করেন। এতে তাদের অনুসারিরা দ্বিতীয় মহীপালের বিরূদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

দ্বিতীয় মহীপালের রাজত্বকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো উত্তর বাংলা বিজয় তা সম্ভব হয়নি। তবে ধারণা করা হয়, দ্বিতীয় মহীপাল অত্যাচারি রাজা ছিলেন। 

তাই রাজ্যে তাঁর বিরূদ্ধে অসন্তোষ বিরাজ করে সামন্তদের বিদ্রোহ। এটি ইতিহাসে “বরেন্দ্র বিদ্রোহ” নামেও পরিচিত। 

দ্বিতীয় মহীপাল বরেন্দ্র তথা উত্তর বাংলায় এসব বিদ্রোহ দমন করতে গেলে সেখানে তাদের হাতে তিনি নিহত হন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, দ্বিতীয় মহীপাল ছিলেন নির্দয় ও অত্যাচারী রাজা এ প্রসঙ্গে ঐতিহাসিক মজুমদার বলেছেন "He was more sinned against than sinning".. 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ