উত্তম সড়ক ব্যবস্থার উপকারিতা গুলো লেখ

উত্তম সড়ক ব্যবস্থার উপকারিতা গুলো লেখ

 উত্তম সড়ক ব্যবস্থার উপকারিতা গুলো লেখ 

প্রশ্নঃ উত্তম সড়ক ব্যবস্থার উপকারিতা গুলো লেখ 

উত্তরঃ উত্তম সড়ক ব্যবস্থার উপকারিতা গুলো নিম্নে দেওয়া হইলো ঃ- 

(i) অর্থনৈতিক উন্নতি : একটি দেশের অর্থনৈতিক উন্নতির জন্য রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পণ্যদ্রব্য উৎপাদন এবং বিতরণেরক্ষেত্রে দ্রুত পরিবহন ও স্থানান্তরযোগ্য জালের ন্যায় বিস্তৃত ভালো রাস্তা প্রয়োজন ।

(ii) উন্নয়নের প্রতীক : কোন দেশের মোট সড়ক দৈর্ঘ্য বা একক সড়কপথ খরচ সেদেশের উন্নয়নের প্রতীক হিসেবেবিবেচনা করা হয়।

(ii) দৈনন্দিন কর্মসম্পাদনের সুবিধা : বর্তমান যুগে প্রতিটি মানুষের সময়ের মূল্য অপরিসীম, ভালো রাস্তা সর্বশ্রেণির জনসাধারণের প্রাত্যহিক কাজ কর্ম সম্পাদনের জন্য দ্রুত গন্তব্যস্থানে পৌঁছে মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করে।

(iv) চিকিৎসা সুবিধা : জরুরি প্রয়োজনে বা মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে ভালো রাস্তা আমাদের যে কি পরিমাণ উপকার করে তা ভুক্তভোগীরাই অনুভব করতে পারে।

(v) কৃষির উন্নতি : গ্রামবাসীর উৎপাদিত পণ্যদ্রব্য এবং সহজে পচনশীল দ্রব্যসমূহ দ্রুত এবং সহজে বাজারজাতকরণে ভালোরাস্তা সাহায্য করে থাকে।

(vi) ব্যবসা-বাণিজ্য উন্নতি : ভালো রাস্তা দেশের সর্বত্র ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে সাহায্য করে থাকে।

(vii) ত্রাণসামগ্রী প্রেরণে সুবিধা : বন্যা, খরা, দুর্ভিক্ষ, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে পণ্যদ্রব্য ও চিকিৎসা দ্রুত পরিবহনের মাধ্যমে অবনতিশীল পরিস্থিতি মোকাবেলা করা যেতে পারে। 

(viii) সামাজিক উন্নতি : ভালো রাস্তা দূরবর্তী অঞ্চলের লোকদের সংস্পর্শে আসার সুযোগ সৃষ্টি করে। ফলে একে অপরেরশিক্ষা, সংস্কৃতি, ধ্যান-ধারণা সম্পর্কে অধিকতর সুস্পষ্ট ধারণা জন্মে। ফলে শাখা বা জাতীভিত্তিক ভুল ধারণা হ্রাস পায়। 

(ix) ফিডার লাইনের সুবিধা : ভালো রাস্তা অন্যান্য প্রকার পরিবহন ব্যবস্থার ফিডার লাইন হিসেবেও কাজ করে। ফলে অন্যান্য প্রকার পরিবহন ব্যবস্থারও দ্রুত উন্নয়ন ঘটে।

(x) দেশ রক্ষার সুবিধা : যুদ্ধকালীন সময়ে সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভালো রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।১৫

(xi) কর্মসংস্থানের সুবিধা : রাস্তা তৈরি, উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা অনেক বেকার লোকের কর্মসংস্থান হয়ে থাকে । 

(xii). খনিজ সম্পদ অনুসন্ধান সুবিধা : দেশের প্রত্যন্ত অঞ্চলে খনিজ সম্পদ অনুসন্ধান কাজ চালানো ও ডাক যোগাযোগ রক্ষার জন্য ভালো রাস্তা সাহায্য করে থাকে।

(xiii) রাজস্ব আয় : ভালো রাস্তায় যানবাহন বেশি চলাচল করে বলে রাস্তা নির্মাণ ব্যয়ের তুলনায় বেশি রাজস্ব আয় হয়।

(xiv) শিক্ষা গ্রহণের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে।

(xv) পর্যটন শিল্পের প্রসার ঘটে।

(xvi) নৌপথ ও বিমানপথের বিকল্প হিসেবে কাজ করে।

(xvii) রাস্তার পাশে বনায়নের মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের উন্নয়নের মুখ্য ভূমিকা পালন করে ।

(xviii) আমদানি-রপ্তানি বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি হয়।

(xix) শহরাঞ্চলের জনসংখ্যার চাপ কমায়।

(xxx) দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণে সহায়তা করে।

(xxxi) সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন ক্যাটাগরির প্রচুর কর্মী প্রয়োজন। ফলে বেকারত্ব হ্রাস পায়।

 (xxxii) বন্যা, অনাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে দ্রুত সাহায্যে সামগ্রী পাঠানো সম্ভব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ