আসাবিয়ার উল্লেখযোগ্য সংহতিগুলো ব্যাখ্যা কর

আসাবিয়ার উল্লেখযোগ্য সংহতিগুলো ব্যাখ্যা কর
আসাবিয়ার উল্লেখযোগ্য সংহতিগুলো ব্যাখ্যা কর

আসাবিয়ার উল্লেখযোগ্য সংহতিগুলো ব্যাখ্যা কর

উত্তর : ভূমিকা : রাষ্ট্র ও শাসক সম্প্রদায়ের উত্থানপতন সম্পর্কে ইবনে খালদুন যে তত্ত্ব প্রদান করেছেন তা আসাবিয়া নামে পরিচিত। আসাবিয়ার বাংলা প্রতিশব্দ হলো গোত্রীয় বা সামাজিক সংহতি ।

আসাবিয়ার দিকসমূহ : নিম্নে আসাবিয়ার মধ্যে বিদ্যমান দিক বা সংহতি সম্পর্কে আলোচনা করা হলো :

১. অর্থনৈতিক প্রয়োজনীয়তার ভিত্তিতে সংহতি : ইবনে খালদুনের মতে, আসাবিয়া, আর্থিক, জাগতিক ও বস্তুগত প্রয়োজন থেকে উদ্ভূদ । জীবন ও জীবিকার নিশ্চয়তাই এ সংহতির কারণ। জীবনজীবিকার নিশ্চয়তা ছাড়া আসাবিয়ার উৎপত্তি ঘটত না।

২. পরিবেশ ও বাস্তবতার ভিত্তিতে সংহতি : ইবনে খালদুনের মতে সব পরিবেশে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। যেমন— শীতপ্রধান ও পাহাড়ি অঞ্চলে মানুষের জীবন অনেক সংগ্রামপূর্ণ বলে মানুষের মধ্যে গোত্র সংহতি অনেক বেশি ।

৩. কলাকৌশল সংহতি : জীব মাত্র সামাজিক কারণে নয়, গুণগত কারণে আসাবিয়ার উৎপত্তি হয়। কলাকৌশল বলতে তিনি উন্নততর যান্ত্রিক ও কারিগরি জ্ঞানকে উল্লেখ করেছেন।

৪. বিবর্তনগত সংহতি : খালদুন বিবর্তনকে সংহতির আরেকটি দিক বলে উল্লেখ করেছেন ।

উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, মানুষ তার নিজের প্রয়োজনে বিভিন্ন ধরনের সংহতির মধ্যে বসবাস করে । আর এর মাধ্যমেই গোত্র সংহতির উদ্ভব ঘটে 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ