যান্ত্রিক সংহতি কাকে বলে। যান্ত্রিক সংহতি বলতে কী বুঝ

যান্ত্রিক সংহতি কাকে বলে। যান্ত্রিক সংহতি বলতে কী বুঝ
যান্ত্রিক সংহতি কাকে বলে। যান্ত্রিক সংহতি বলতে কী বুঝ

যান্ত্রিক সংহতি কাকে বলে। যান্ত্রিক সংহতি বলতে কী বুঝ

  • অথবা, যান্ত্রিক সংহতি কী?

উত্তরঃ ভূমিকা : সমাজে বিদ্যমান শ্রমবিভাজন ব্যাখ্যা করতে গিয়ে যান্ত্রিক সংহতি তত্ত্বের উদ্ভব ঘটিয়েছেন। যান্ত্রিক সংহতি এমন ধরনের সংহতি যেটি প্রাচীন সমাজব্যবস্থায় বিদ্যমান ছিল।

যান্ত্রিক সংহতি : ডুর্খেইমের মতে, যান্ত্রিক সংহতি হলো সমতার সংহতি। আদিম সমাজে এ ধরনের সংহতি বিদ্যমান ছিল। 

এ প্রসঙ্গে G. Ritzer বলেছেন, "The more primitive type characterized by meachanical solidarity, has relatively undifferntiated social structure with little or no division of labour." fofa আরো বলেছেন, এ ধরনের সমাজে ব্যক্তিস্বাতন্ত্র্যতা তেমন জরুরি নয়। 

ব্যক্তির সাথে ব্যক্তির সাদৃশ্যতা বেশি। তাদের আচার, আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদির মধ্যে কোন ভিন্নতা থাকে না এবং গোষ্ঠীবদ্ধ জীবনের বিরোধিতাকে তারা কঠোর হস্তে দমন করে । এ সমাজব্যবস্থা সাধারণত ইউরোপের ১৩০০ শতকের আগের সমাজব্যবস্থা।

ডুর্খেইম এ ধরনের সংহতিকে যন্ত্রের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন আদিম সমাজে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক ছিল যন্ত্রের মতো। 

এখানে কোন ব্যক্তির জীবনে বা পরিবারে কোন ঘটনা ঘটলে তা পুরো সমাজের উপর প্রভাব ফেলত । এ ধরনের সমাজে কোন বিভাজন ছিল না বরং যান্ত্রিক সংহতি বিদ্যমান ছিল।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, যান্ত্রিক সংহতি বলতে ডুর্খেইম এমন এক সংহতিকে বুঝিয়েছেন যেটা প্রাচীন সমাজে বিদ্যমান ছিল এবং সে সংহতির কারণে ব্যক্তি বা পরিবারে সংঘটিত কোন ঘটনা পুরো সমাজে প্রভাব ফেলত। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ