নবাব সিরাজ উদ দৌলার পরিচয় দাও । নবাব সিরাজ উদ দৌলা কে ছিলেন

নবাব সিরাজ উদ দৌলার পরিচয় দাও । নবাব সিরাজ উদ দৌলা কে ছিলেন
নবাব সিরাজ উদ দৌলার পরিচয় দাও । নবাব সিরাজ উদ দৌলা কে ছিলেন

নবাব সিরাজ উদ দৌলার পরিচয় দাও । নবাব সিরাজ উদ দৌলা কে ছিলেন

  • অথবা, নবাব সিরাজ-উদ-দৌলার জীবনী সম্পর্কে সংক্ষেপে লিখ ।

উত্তর : ভূমিকা : বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ- উদ-দৌলা। তাঁর মাধ্যমেই বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত যায়। 

তিনি পলাশির প্রান্তরে তাঁর সৈন্যবাহিনীর দ্বারা বিশ্বাসঘাতকতার মাধ্যমে ইংরেজদের কাছে পরাজিত ও নিহত হন এবং প্রায় দু'শ বছরের জন্য এই বাংলায় ইংরেজদের আধিপত্য শুরু হয়। 

নিম্নে বাংলার এই মহান নবাবের পরিচয় তুলে ধরা হলো :

নবাব সিরাজ-উদ-দৌলা : নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তাঁর দৌহিত্র সিরাজ-উদ-দৌলা বাংলার মসনদে আরোহণ করেন। তার আসল নাম ছিল মীর্জা মুহাম্মদ। 

ইতিহাসে তিনি সিরাজ-উদ-দৌলা নামে পরিচিত। তার পিতার নাম ছিল জয়েন উদ্দিন, যিনি ছিলেন বিহারের শাসনকর্তা এবং তাঁর মাতার নাম ছিল আমেনা বেগম। 

আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। কাজেই সিরাজকে তিনি যুদ্ধবিদ্যাসহ শিক্ষা প্রদান করেন।আলীবর্দী খানের তিনটি কন্যা সন্তান ছিল। 

সবার ছোট মেয়ের পুত্র ছিলেন সিরাজ। সিরাজ-উদ-দৌলার জন্ম তারিখ নিয়ে সামান্য মতভেদ রয়েছে। তবে অধিক গ্রহণযোগ্য মত হলো ১৭৩৩ সালে জন্মগ্রহণ করেন। 

১৭৫২ সালে আলীবর্দী খান তার জীবদ্দশায় সিরাজকে উত্তরাধিকারী ঘোষণা করেন। ১৭৫৬ সালে আলীবর্দী খান। মৃত্যুবরণ করলে সিরাজ-উদ্-দৌলা সিংহাসনে আরোহণ করেন ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলার শেষ স্বাধীন নবাব জন্মগতভাবেই নবাব পরিবারে বড় হয় এবং মাত্র ২২ বছর বয়সে বাংলার সিংহাসনে আরোহণ করেন। কিন্তু দুর্ভাগ্য যে, তিনি, চক্রান্তকারীদের মোকাবিলা করে বেশি দিন টিকে থাকতে পারেননি। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ