পরিবেশের উপাদান গুলো কি কি । পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর

পরিবেশের উপাদান গুলো কি কি । পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর
পরিবেশের উপাদান গুলো কি কি । পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর

পরিবেশের উপাদান গুলো কি কি । পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর

  • অথবা, পরিবেশের নিয়ামকগুলো উল্লেখ কর।

উত্তর : ভূমিকা : পরিবেশ বলতে সাধারণত বিশ্বের ভৌতিক এবং জৈবিক বিষয়গুলোর বিভিন্ন উপাদানের ঘাতপ্রতিঘাতের মিথস্ক্রিয়ার ফলাফলকে বোঝানো হয়। 

পরিবশে হচ্ছে কতিপয় নিয়ামকের জটিল সংশ্লেষণ যা প্রকৃতির প্রক্রিয়াসমূহ এবং শক্তি উৎপন্ন করে। উপাদানগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করে অবিচ্ছেদ্য পরিবেশ সত্তায় পরিণিত করে।

পরিবেশের নিয়ামকসমূহ : এ নিয়ামকগুলোকে প্রধান ২ ভাগে ভাগ করা যায়।

১. প্রত্যক্ষ নিয়ামক : আলো, তাপমাত্রা, মাটি, বায়ু, পানি, মাটির পুষ্টিসমূহ ইত্যাদি ।

২. পরোক্ষ নিয়ামক : মাটির গঠন, মাটির পরিবেশতন্ত্র, উচ্চতা, বায়ু, চাল ইত্যাদি।

বাস্তুতন্ত্রবিদ Dallobemmine পরিবেশের নিয়ামকগুলোকে ৭টি শিরোনামে বিভক্ত করেন। যথা :

১. মাটি

২. পানি;

৩. তাপমাত্রাঃ

৪. আলো

৫. বামণ্ডল;

৬. আঞ্চন ও

৭. সঙ্গীৰ নিয়ামকসমূহ।

এছাড়াও পৃথিবী পৃষ্ঠের যেকোনো একটি অংশের প্রাকৃতিক পরিবেশ নিচের ১৪টি উপাদানের শ্রেণি বিন্যাসিত হতে পারে। যথা :

মাত্রাগত উপাদানসমূহ :

১. স্থানিক,

২. অবস্থানগত; 

৩. জ্যামিতিক অবস্থান;

৪. আকার ও

প্রাকৃতিক উপাদানসমূহ :

১. ভূসংস্থানিক;

২. জলবায়ু:

৩. শিলা ও খনিজঃ

৪. মাটি;

৫. ভূপৃষ্ঠস্থ পানি;

৬. ভৌম জল ও

৭. সমুদ্র এবং উপকূল।

সঞ্জীৰ উপাদানসমূহ :

১. প্রাকৃতিক উদ্ভিদ ।

২. জীব বস্তু ।

উপসংহার : উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যখনই কোনো পরিবেশকে সমীক্ষা করা হয় তখনই ভূগোলবিদ গণ বা পরিবেশ বিদগণ উপরিউক্ত নিয়ামকসমূহকে বিবেচনা করে থাকেন। অতএব আমরা বলতে পারি পরিবেশ গঠনের জন্য উক্ত নিয়ামক একান্ত অপরিহার্য। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ