টেকসই অর্থনীতি কি । টেকসই অর্থনীতির সংজ্ঞা দাও

টেকসই অর্থনীতি কি । টেকসই অর্থনীতির সংজ্ঞা দাও
টেকসই অর্থনীতি কি । টেকসই অর্থনীতির সংজ্ঞা দাও

টেকসই অর্থনীতি কি । টেকসই অর্থনীতির সংজ্ঞা দাও

উত্তর : অর্থনৈতিক কর্মকাণ্ডে Sustainability শব্দটি বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। পৃথিবীতে জনসংখ্যা ও জন চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে কথাটির গুরুত্ব এবং প্রয়োজনীঢয়তা তীব্রতর হচ্ছে। 

কারণ বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ড সকলের জন্য সুষম হচ্ছে না এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম নয় । তাই অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে Sustainable Economy কথাটি জরুরি হয়ে পড়েছে।

টেকসই অর্থনীতি : Sustainable Economy হলো পরিবেশ বান্ধব অর্থনীতি যার ফল দীর্ঘস্থায়ী তথা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম । 

অর্থাৎ বিশ্বের সকলের সবরকমের উদ্দেশ্য, প্রয়োজন এবং আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রকৃতির সজীব ও নির্জীব সম্পদ যথাযথভাবে ব্যবহার করার জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড তাকেই টেকসই অর্থনীতি বলে। 

ওজোনস্তর হ্রাস পাওয়া ও ফুটো হয়ে যাওয়া গ্রীন হাউস গ্যাসের প্রভাব, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, ক্ষুধা, বিলাসিতা, অত্যাধিক ভোগলিপ্সা, জনসংখ্যা বৃদ্ধি, শহরায়ন প্রভৃতি আজ কিছু পার্থিব প্রশ্নমাত্র নয় । পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে বিরাট প্রশ্নচিহ্নস্বরূপ ।

প্রাকৃতিক যে সম্পদ পৃথিবীতে আছে তা দিয়ে প্রত্যেকের প্রয়োজন পূরণ হতে পারে কিন্তু প্রত্যেকের লোভ পূরণ হতে পারে না- Earth has enough to meet every one's need. But not every one's greed. তাই টেকসই অর্থনীতি আজ সময়ের দাবি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ