সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর
সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর
প্রশ্ন ৩.১৩ | সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর ।
অথবা, সমাজসংস্কারে বেগম রোকেয়ার অবদান লেখ।
উত্তর ভূমিকা : ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা আদায়ে বেগম রোকেয়া একটি অবিস্মরণীয় নাম। তিনি তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করাকে তাঁর জীবনে মহান ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তার মেধা ও কর্মতৎপরতা সমাজকে করেছে কুসংস্কারমুক্ত। সমাজসংস্কার ও অন্যান্য ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন তা বর্তমান সমাজের মানুষও ভোগ করছে।
সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর |
সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান : নিম্নে সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করা হলো-
১. সামাজিক অবরোধ থেকে নারীর মুক্তি : বেগম রোকেয়া সামাজিক অবরোধ থেকে নারীসমাজকে মুক্ত করার মাধ্যমে সমাজসংস্কারে অবদান রাখেন। তৎকালীন পর্দাপ্রথার নামে নারীদের ঘরে আবদ্ধ রাখা হতো যার কারণে তারা কোনো সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারত না। বেগম রোকেয়া নারীসমাজকে অবরোধ করে রাখার বিরুদ্ধে যৌক্তিক আন্দোলন করেন এবং তাদেরকে পর্দাপ্রথা থেকে মুক্ত করেন।
২. নারীর সামাজিক সমানাধিকার প্রতিষ্ঠা : তৎকালীন সমাজের নারী-পুরুষের সমান অধিকার ভোগ করার কথা চিন্তাও করতে পারত না। বেগম রোকেয়া এক্ষেত্রে তাঁর চিন্তা ও কর্মতৎপরতা দিয়ে সমাজে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা করেন।
৩. সামাজিক সমন্বয়সাধন : বেগম রোকেয়া সামাজিক সমন্বয়সাধনের মাধ্যমে অশেষ সমাজসংস্কার সাধন করেন। তিনি পুরুষকে ছোট করে দেখেননি অথবা বেগম রোকেয়া পুরুষ বিদ্বেষীও ছিলেন না। তিনি শুধু নারী ও পুরুষের অধিকারের মধ্যে সমন্বয়সাধন করেছেন।
৪. নারীর ক্ষমতায়নের প্রতি জোরালো সমর্থন : বেগম রোকেয়া সবসময় নারীর ক্ষমতায়নের প্রতি জোরালো সমর্থন করতেন। তিনি বিশ্বাস করতেন নারীর ক্ষমতায়ন ছাড়া প্রকৃত সমাজ উন্নয়ন সম্ভব নয়
৫. সাহিত্যে অবদান : বেগম রোকেয়া তাঁর সাহিত্যকর্মের মাধ্যমেও সমাজসংস্কারে অংশ নেন। মতিচুর, পদ্মরাগ, 'অবরোধবাসিনী', 'সুলতানার স্বপ্ন', 'নারীর অধিকার', 'সুবেহ সাদিক' ইত্যাদি বেগম রোকেয়ার উল্লেখযোগ্য গ্রন্থ এবং এসব গ্রন্থের মাধ্যমে অশেষ সমাজসংস্কার সাধন হয়।
৬. সামাজিক সচেতনতা : বেগম রোকেয়া সামাজিক সচেতনতার মাধ্যমেও সমাজসংস্কার সাধন করেন। তিনি সমাজকে বিশেষ করে নারীসমাজকে বিশেষভাবে সচেতন করেন যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজসংস্কারে অবদান রাখে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতীয় উপমহাদেশের সমাজসংস্কার আন্দোলনের আকাশে বেগম রোকেয়া একটি উজ্জ্বলতম নক্ষত্র। তিনি তাঁর মেধা ও মনন দিয়ে নারীসমাজের সার্বিক উন্নয়নের মাধ্যমে সমাজসংস্কারে অশেষ অবদান রেখেছেন। আজকের নারীরা যে তুলনামূলক অধিক অধিকার ভোগ করছে তার ভিত্তিমূল স্থাপন করেছিলেন বেগম রোকেয়া।