বাকুলিয়ার মক্তব ঘরের পড়ালেখার একটি চিত্র তুলে ধর

বাকুলিয়ার মক্তব ঘরের পড়ালেখার একটি চিত্র তুলে ধর।

বাকুলিয়ার মক্তব ঘরের পড়ালেখার একটি চিত্র তুলে ধর
বাকুলিয়ার মক্তব ঘরের পড়ালেখার একটি চিত্র তুলে ধর

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসে একটি মক্তব ঘরের উল্লেখ আছে। সৈয়দ বাড়ির কাছারির পাশেই মক্তব ঘর। মিঞা আর সৈয়দ বাড়ির ইজের হাফ প্যান্ট পরা ছেলেমেয়ে ছাড়াও গ্রামের উদলা গায়ের ছেলেমেয়েরাও সূর্য উঠতে না উঠতে মক্তবে এসে জড় হতো। 

ছোটরা আসত খালি হাতে। একটু বড়দের হাতে থাকত 'আমপারা'। কারো কারো মাথায় টুপি, বগলে রেহাল আর কিতাব থাকত। আলিফ যবর আ, বে যবর বা, তে যবর তা, ঘরের চারিদিকে  চাটাইয়ের উপর গোল হয়ে বসে সামনে পিছনে দুলে দুলে পড়ত বাচ্চারা। 

একটু বড়রা মুনশীজীর গলায় গলা মিলিয়ে টান ধরত আ-উ-যু বিলাহ হে মিনাশ শায়তোয়ানির রাজিম। কচি কচি গলার কত আওয়াজ, বিচিত্র উচ্চারণে কল কল করতো মক্তব ঘর। ছোট্ট দুয়ার দিয়ে কচি কচি কচি কণ্ঠের সেই ঐকতান ছড়িয়ে পড়ত শীতের কুয়াশা ঢাকা গ্রামের ঘরে-ঘরে। মক্তবের বাচ্চাদের নিয়ে অনাগত দিনের স্বপ্ন দেখত ওদের কুটিরবাসী আব্বা আম্মারা ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ