বাকুলিয়ার মসজিদে নামাজ পড়া নিয়ে কোন সমস্যার সৃষ্টি হয়। ব্যাখ্যা কর

বাকুলিয়ার মসজিদে নামাজ পড়া নিয়ে কোন সমস্যার সৃষ্টি হয়। ব্যাখ্যা কর।
বাকুলিয়ার মসজিদে নামাজ পড়া নিয়ে কোন সমস্যার সৃষ্টি হয়। ব্যাখ্যা কর
বাকুলিয়ার মসজিদে নামাজ পড়া নিয়ে কোন সমস্যার সৃষ্টি হয়। ব্যাখ্যা কর

 উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসে বাকুলিয়ার মসজিদে নামাজ পড়া নিয়ে সৈয়দ বংশ ও মিঞা বংশের মধ্যে একটি বিরোধের উল্লেখ পাওয়া যায়। 
 
মরহুম বড় মিঞার তখন শেষ সময় ছিল তখনকার সময় একদিন মসজিদের প্রথম কাতারের পয়লা কিদোসরা আসনটিকে কেন্দ্র করে মিঞাদের ও সৈয়দদের মধ্যে একটি বিরোধের সৃষ্টি হয়। মিত্রা সাহেব অসুস্থতাজনিত কারণে সব দিন মসজিদে এসে নামাজ আদয় করতে পারতেন না। 
 
অথচ জায়গাটি তার জন্য ছিল নির্ধারিত।  নামাজ শুরু হওয়ার আগে ইমাম জেনে নিতেন মিঞা সাহেব এসেছে কি না; না আসলে জায়গা পূরণ করে নামাজ শুরু হতো। ঘটনাক্রমে একদিন মিঞা সাহেবের আসতে দেরি হয়; সৈয়দ সাহেবেরও আসতে দেরি হয়। 
 
মিঞাসাহেব এসে দেখে তার জায়গায় সৈয়দ সাহেব নামাজ পড়ছে। নামাজ শেষে বড় মিঞার বড় ছেলে এই অমার্জনীয় বেয়াদবির প্রতিবাদ করে। বুড়ো সৈয়দ সাহেব অপমানিত হন। অপমানিত বুড়ো সৈয়দের পক্ষে তার সাহেবজাদা প্রতিবাদ করেছিল। এভাবেই বাকুলিয়ার মসজিদে নামাজ পড়া নিয়ে সৈয়দ ও মিঞাদের মধ্যে একটি তীব্র বিরোধের সূত্রপাত হয়।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ