যে ডালে করো মো ভার সে ডাল ভাঙ্গিঞা পড়ে -এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে

যে ডালে করো মো ভার সে ডাল ভাঙ্গিঞা পড়ে -এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে

যে ডালে করো মো ভার সে ডাল ভাঙ্গিঞা পড়ে -এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে
যে ডালে করো মো ভার সে ডাল ভাঙ্গিঞা পড়ে -এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে

উত্তর : রাধা বড়ায়িকে বলেছে যে, অন্ধকার নিশি। সেখানে কেমন করে জীবিত থাকবে সে নারী যার পাশে পুরুষ নেই। রাধা বিরহ বেদনায় ব্যাকুল হয়ে কৃষ্ণকে খুঁজছে। রাতে স্বপ্নে দেখেছে কৃষ্ণ কোলে নিয়ে শয়ন করেছে। 

জেগে উঠে বালগোপাল কৃষ্ণকে খুঁজে পায়নি। রাধার কাছে তাই এ যৌবনভার সকলই অসার। তাই দূতী বড়ায়িকে সে বলছে যে আগুনই তার শেষ আশ্রয়। অর্থাৎ আগুনে প্রবেশ করে রাধা প্রাণ বিসর্জন দিতে চায়। যে ডালে রাধা আশ্রয় নিতে চায়, সে ডালই ভেঙে পড়ে। 

এমন কোনো ডাল নেই যাকে অবলম্বন করে রাধা সুখে বিশ্রাম করতে পারে। যদি বড়ায়ি কৃষ্ণকে এনে দেয় তবে রাধা তাকে নিবিড় আলিঙ্গনে বেঁধে রাখবে। 

জন্মেও তাকে ত্যাগ করবে না। কৃষ্ণ রাধার কাছে এক অমূল্য রত্ন, যাকে না পেলে রাধার বেঁচে থাকা অর্থহীন। কৃষ্ণ বিরহের তীব্রতাই এ অংশে প্রকাশিত হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ