মালু রমজানকে থুতু দিয়েছিল কেন?- ব্যাখ্যা কর

মালু রমজানকে থুতু দিয়েছিল কেন?- ব্যাখ্যা কর।
মালু রমজানকে থুতু দিয়েছিল কেন?- ব্যাখ্যা কর
মালু রমজানকে থুতু দিয়েছিল কেন?- ব্যাখ্যা কর

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র মাজু। 

হুরমতিকে ছেঁকা দেয়ার পর থেকেই মালু রমজানের উপর চরম বিরক্ত ছিল। তারপর ঘটনাক্রমে একদিন ফেলু মিঞা মালুকে তামাক সাজাতে বললে মালু বলে- “আমি কি চাকর নাকি?” এই কথা শুনে ফেলুর পেয়াদা রমজান মালুকে তাড়া করে। 

মালু পালাবার কোন পথ না পেয়ে শেষ পর্যন্ত সুপারি গাছে উঠেছিল। রমজান মালুকে ধরতে না পেরে গাছের নিচে দাঁড়িয়ে অনেক গালি দেয়। সুপারি গাছে মালুর বসে থাকতে অনেক অসুবিধা হচ্ছিল। তারপর মালু সুপারি গাছ থেকে আম গাছে চড়ে বসে ও হাফ ছেড়ে বাঁচে। 

কিন্তু রমজান গাছের নিচ থেকে সরছিল না। মালু গাছের উপর থেকেই নানা রকম দাঁত মুখ খিচিয়েও রমজানকে সরাতে পারে না। অবশেষে রমজান যখন. গাছতলা থেকে চলে যাচ্ছিল তখন মালু রমজানকে লক্ষ্য করে দু মুখ থুতু 'থক' করে নিচের দিকে ফেলে দেয় যা রমজানের ঘাড়-খোলা কামিজ আর চলের মধ্যবর্তী জায়গাটুকুতে পড়ে লেপে যায়। আর রমজান দৌড়ে পালায় গাছের নিচ থেকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ