সতীর হৃদয় হতে প্রেম গেলে পতিগৃহে লাগে অভিশাপ কীভাবে ব্যাখ্যা কর
সতীর হৃদয় হতে প্রেম গেলে পতিগৃহে লাগে ভিশাপ কীভাবেব্যাখ্যা কর
![]() |
সতীর হৃদয় হতে প্রেম গেলে পতিগৃহে লাগে ভিশাপ কীভাবেব্যাখ্যা কর |
উত্তর: রাজা গোবিন্দমাণিক্য মন্দিরের বলি বন্ধ ঘোষণা করার পর পুরোহিত রঘুপতি ক্ষোভে-দুঃখে অপমানে রানীর সামনে তার ব্রাহ্মণত্বের পৈতা ছিঁড়ে ফেলে এবং রানীকে বলে রাজা যদি ব্রাহ্মণের অধিকার ফিরিয়ে না দেয় তবে রাজ্য ধ্বংস হবে। রানী ব্রাহ্মণকে কথা দেয় যে, সে পূজার আয়োজন করুক, তার পূজার ব্যাঘাত ঘটবে না।
অতঃপর রাজার সামনে রানীকে অপ্রসন্ন দেখে রাজা বলে যে, রানী যদি অপ্রসন্ন থাকে তবে রাজ্যে সুখ থাকে না। গুণবতী তখন রাজাকে গৃহে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করে এবং তাকে জানায় যে দেবীর পূজা নিষেধ করায় রাজা গৃহে অভিশাপ এনেছে।
তখন গোবিন্দমাণিক্য বলে যে দেবীর পূজা বন্ধ হলে সাংসারিক কোন ক্ষতি হয় না, কারণ প্রেম অভিশাপকে বিনষ্ট করে, দয়া অকল্যাণকে দূর করে। তাই ঘরের লক্ষ্মীর হৃদয় হতে প্রেম উবে গেলেই সংসারে অভিশাপ নেমে আসে, অন্য কোন কারণে নয় ।