এক ঝাড়ের বাঁশ বটে কোন খানায় দুর্গা ঠাকুরুণের কাঠাম কোন খানায় হাড়ির ঝুড়ি তাৎপর্য ব্যাখ্যা কর
এক ঝাড়ের বাঁশ বটে কোন খানায় দুর্গা ঠাকুরুণের কাঠাম কোন খানায় হাড়ির ঝুড়ি তাৎপর্য ব্যাখ্যা কর
![]() |
| এক ঝাড়ের বাঁশ বটে কোন খানায় দুর্গা ঠাকুরুণের কাঠাম কোন খানায় হাড়ির ঝুড়ি তাৎপর্য ব্যাখ্যা কর |
উত্তর: নীলের ব্যবসা বিশেষ লাভজনক এবং বাংলার ভূমি নীল চাষের বিশেষ উপযোগী বিধায় এদেশের বিভিন্নস্থানে নীলকুঠি স্থাপিত হয়। নীলকরেরা নীল চাষের মধ্য দিয়ে এদেশের কৃষকের সমূহ সর্বনাশ করেছে। নীলকরেরা জোরজবরদস্তি পূর্বক নীলচাষের জন্য কৃষককে দাদন গ্রহণে বাধ্য করেছে। ক্ষমতার অপব্যবহার করে কৃষককে দিয়ে নীল চাষ করিয়েছে।
ধানের জমির তুলনায় নীলের জমিতে চাষ বেশি লাগে, নীলকরের নির্দেশ পালন করতে গিয়ে কৃষক ধান চাষের সুযোগ পায় নি, ওদিকে সামান্য যা দেয় তাও কৃষককে দিত না। চাষে অস্বীকৃত হলে চাবুক মারা, ঘরবাড়ি পোড়ান, যুবতী কন্যা ও স্ত্রীকে ধরে নিয়ে ভোগ করার মত অমানবিক কাজ করেছে। আইনকানুন সবই তাদের পক্ষে । তাই সাধারণ কৃষকের কাছে নীলকর এক আতঙ্ক।
পাদরি পথে বের হলে কৃষকেরা নীলভূত জ্ঞান করে পালাতে চেষ্টা করে, কিন্তু পাদরি সাহেবের বদান্যতা, বিনয় এবং মানবতাবোধে কৃষক বিমুগ্ধ হয়। নীলকর কর্তৃক নিপীড়িত প্রজাদের দুঃখে পাদরি আন্তরিক দুঃখ প্রকাশ করে। কৃষকেরা পাদরি ও নীলকরের মধ্যে আচরণগত পার্থক্য টের পায়।
উভয়ই ইংরেজ, একই দেশে জল হাওয়ায় উভয়ের শরীর বর্ধিত, অথচ চারিত্রিক বৈশিষ্ট্যে বিস্তর ব্যবধান । একই ঝাড়ে যে বাঁশের জন্ম, তার কোনটা দিয়ে তৈরি হয় দেব-দেবীর কাঠাম, কোনটায় বা ঝুড়ি ।
