কৃষ্ণ রাধাকে বাঁশি চুরির অভিযোগে অভিযুক্ত করলে রাধা বড়ায়িকে কী বলেছিল
কৃষ্ণ রাধাকে বাঁশি চুরির অভিযোগে অভিযুক্ত করলে রাধা বড়ায়িকে কী বলেছিল
অথবা, গলাত পাথর বান্ধি দহে পইসওঁ কিবা মরোঁ আনলে পুড়িআঁ। কে গলায় পাথর বান্ধে এবং কেন অনলে পুড়তে চাই?
![]() |
কৃষ্ণ রাধাকে বাঁশি চুরির অভিযোগে অভিযুক্ত করলে রাধা বড়ায়িকে কী বলেছিল |
উত্তর : বাঁশির সুরে রাধাকে উন্মনা করে কৃষ্ণ পালিয়ে বেড়ায়। কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য বড়ায়ির পরামর্শে রাধা কৃষ্ণের মোহন বাঁশিটি চুরি করে কলসির ভিতর লুকিয়ে রাখে। বাঁশি হারিয়ে কৃষ্ণ উদ্ভ্রান্ত হয়। সে বুঝতে পারে রাধা তার বাঁশি চুরি করেছে। বাঁশি ফেরত পাওয়ার জন্য কৃষ্ণ রাধাকে অনুরোধ করে। কিন্তু রাধা কোনোভাবেই স্বীয় অপরাধ স্বীকার
করে না। ঘি, দই, দুধে পসরা সাজিয়ে রাধা যখন মথুরা নগরে বিক্রি করতে যাচ্ছিল তখন কৃষ্ণ রাধার আঁচল টেনে ধরে চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। কৃষ্ণ রাধাকে অভিযুক্ত করে বাঁশি চুরি করার জন্য। রাধা বড়ায়িকে বলে যে কৃষ্ণের অভিযোগ শুনে সে নূপুর, কঙ্কন, আভরণ সবই ত্যাগ করেছে।
বারে বারে কৃষ্ণ তাকে অপমানজনক বাক্য বলে- রাধা মনে করে বড়ায়ির জন্যই এসব ঘটছে। রাধা তাই বলছে যে গলায় পাথর বেঁধে জলে প্রবেশ করবে কিংবা আগুনে পুড়ে মরবে অথবা বিষ খেয়ে মরবে; তবেই সে কৃষ্ণের ঝগড়া ও অপমানজনক বাক্যবাণ এড়াতে পারবে। এভাবে কৃষ্ণ কর্তৃক লাঞ্ছিত রাধা নিজ মনোভাব ব্যক্ত করেছে।