বনে গমন করিতেছেন সীতার সহগমনের কোন উদ্যোগ দেখিতেছি না ব্যাখ্যা কর
বনে গমন করিতেছেন সীতার সহগমনের কোন উদ্যোগ দেখিতেছি না ব্যাখ্যা কর
![]() |
| বনে গমন করিতেছেন সীতার সহগমনের কোন উদ্যোগ দেখিতেছি না ব্যাখ্যা কর |
উত্তর: স্বরপুর গ্রামের গোলকবসু সম্পন্ন গৃহস্থ। ধন সম্পদ, ফসলাদি, স্ত্রী, নিয়ে তার চাঁদের হাট। নবীনমাধবের মত দরিদ্র হিতৈষী পুত্র, সৈরিন্ধ্রী সরলার মত লক্ষ্মী পুত্রবধূ নিয়ে গোলকবসুর সংসারে ঈর্ষণীয় সুখ ছিল। কিন্তু নীলকরদের করাল গ্রাসে তার সংসার শ্মশানে পরিণত হয়।
নবীন মাধব নীলকরদের অন্যায়ের প্রতিবাদ করায় তার নির্বিরোধ বাবাকে নীলকরেরা হাজতে দেয়। ক্ষোভে দুঃখে সে আত্মহত্যা করে। বাবার মৃত্যুর পাঁচদিন যেতে না যেতেই নীলকরেরা নবীন মাধবকে পিটিয়ে প্রায়মৃত করে দিয়েছে। ছেলের এ অবস্থা দেখে মা সাবিত্রী অচৈতন্য।
নবীনমাধবের স্ত্রী সৈরিন্ধ্রী ছেলেবেলায় বাবা-মাকে হারিয়েছে। স্বামিগৃহে এসে গোলকুবসুর মত বাবা ও সাবিত্রীর মত মা পেয়েছিল। বিন্দুমাধবের মত দেবর পেয়েছে। তার স্বামী যেন সাক্ষাৎ রাম। কিন্তু আজ শ্বশুরের মৃত্যু, শাশুড়ি অচৈতন্য, তার স্বামীও মুরণের পথে।
তার জীবনের সামান্য ক'দিনের সুখ আজ বিসর্জিত। তার রামতুল্য স্বামী মৃত্যুপথযাত্রী, তবে তাকে কেন সে ফেলে রেখে একা যাচ্ছে। তার জীবনে দশরথ ও রামের কাহিনীর সব জায়গাই মিলেছে, কেবল একটি স্থানে অমিল সে হচ্ছে স্বামী তাকে ফেলে চলে যাচ্ছে। সৈরিন্ধ্রীর যারপরনাই অন্তরবেদনা এখানে চিত্রিত হয়েছে।
