ড্রেকের কাছে উমিচাঁদের লেখা চিঠি কীভাবে ইংরেজদের শক্তি জোগায়, আলোচনা কর

ড্রেকের কাছে উমিচাঁদের লেখা চিঠি কীভাবে ইংরেজদের শক্তি জোগায়  আলোচনা কর 

ড্রেকের কাছে উমিচাঁদের লেখা চিঠি কীভাবে ইংরেজদের শক্তি জোগায়, আলোচনা কর
ড্রেকের কাছে উমিচাঁদের লেখা চিঠি কীভাবে ইংরেজদের শক্তি জোগায়, আলোচনা কর 

উত্তর নবাবের সৈন্যবাহিনীর তাড়া খেয়ে কোম্পানির সৈন্যরা কলকাতা ছেড়ে ভাগীরথী নদীতে ভাসমান জাহাজে আশ্রয় নেয়। সকলেরই চরম দুরবস্থা। খাদ্য সংকট চরমে। 

এমন দুরবস্থার মধ্যে ইংরেজদের আশার আলো হয়ে ড্রেকের হাতে এলো উমিচাঁদের লেখা চিঠি । উমিচাঁদ চিঠিতে লিখেছে যে, সে চিরকালই ইংরেজদের বন্ধু ও সাহায্যকারী। ইংরেজদের এ বিপদে সে স্বেচ্ছায় কলকাতার দেওয়ান মানিক চাঁদকে টাকা দিয়ে বশ করেছে। 

ইংরেজ যাতে কলকাতায় পুনরায় ব্যবসার সুযোগ পায় উমিচাঁদ মানিক চাঁদের মাধ্যমে সে ব্যবস্থা করেছে। মানিক চাঁদকে হাত করা ছাড়াও ড্রেককে লেখা চিঠিতে উমিচাঁদ জানিয়েছে যে, শওকতজঙের সাথে সিরাজউদ্দৌলার সংঘাত শীঘ্রই শুরু হবে। 

মীরজাফর, জগৎশেঠ, রাজবল্লভ প্রমুখ সিরাজবিরোধী শওকতজঙ্গকে সাহায্য করবে। ফলে সিরাজের পতন অবশ্যম্ভাবী। এসব সংবাদ থাকায় উমিচাঁদের চিঠি হতাশ ইংরেজদের মনে আশার আলো জ্বালিয়েছে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ