“মা-র খেলাকে বুঝিতে পারে বলো কোন খেলার কথা বলা হয়েছে

“মা-র খেলাকে বুঝিতে পারে বলো কোন খেলার কথা বলা হয়েছে

“মা-র খেলাকে বুঝিতে পারে বলো কোন খেলার কথা বলা হয়েছে
“মা-র খেলাকে বুঝিতে পারে বলো কোন খেলার কথা বলা হয়েছে

উত্তর: ত্রিপুরারাজ মহিষী গুণবতী। গুণবতীর কোনকিছুর অভাব নেই। গোবিন্দমাণিক্যের মত ঋষি স্বামী, শত শত দাসদাসী, হাজার হাজার সৈন্য-সামন্ত, সোনার পালঙ্কে শয়ন। তার একটিমাত্র অভাব- সে নিঃসন্তান। যে সন্তানের মুখে অন্ন জোগাতে পারে না বলে সন্তান বিক্রি করে- তাকেও বিধাতা সন্তান দেয়, কিন্তু যে রানী হাজার হাজার প্রজাপালন করে মাতৃত্বের তৃষ্ণায় তার হৃদয় চৌচির। অথচ রানী চিরদিন মায়ের পূজা করে। সজ্ঞানে কোন অপরাধ করে না। 

তার স্বামীও মহাদেবের (শিব) মত পুণ্যবান । তাই ব্রাহ্মণ পূজারি রঘুপতির কাছে নিরুপায় রানীর প্রশ্ন যে, কোন অপরাধে সে নিঃসন্তান ।ধার্মিক রঘুপতি রানীকে প্রবোধ দিতে গিয়ে ধর্মের বাণী উচ্চারণ করে বলেছে যে- সবই মায়ের খেলা। তার খেলা সাধারণের বোঝবার ক্ষমতা নেই।

 বিধাতা তার আপন গতিতে আপন ইচ্ছায় চলে, আমরা তারই ইচ্ছাধীন, তিনি স্বাধীন। সুখ-দুঃখ, ভাল-মন্দ সবই তার ইচ্ছা । তিনি যাকে ইচ্ছা তাকে সুখ দেন, যাকে ইচ্ছা তাকে দুঃখ দেন। আমাদের কর্তব্য হচ্ছে তারই বিধানের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করে চলা। তারই পাদপদ্মে অর্ঘ্য দিয়ে যাওয়াই আমাদের কর্তব্য, ফল দান তার কর্তব্য, তাতে আমাদের কোন হাত নেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ