মনসামঙ্গল কাব্যের কবিদের সংক্ষিপ্ত পরিচয় দাও

মনসামঙ্গল কাব্যের কবিদের সংক্ষিপ্ত পরিচয় দাও।


মনসামঙ্গল কাব্যের কবিদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
মনসামঙ্গল কাব্যের কবিদের সংক্ষিপ্ত পরিচয় দাও।


উত্তর মনসামঙ্গল কাব্য মূলত পূর্ব বাংলার দান। এ অঞ্চলে নদী ও বনজঙ্গলের কারণে সাপের প্রকোপ বেশি। সাপের হাত হতে রক্ষা পেতে সাপের দেবী মনসার স্তুতি করে যাঁরা কাব্য লিখেছেন তারা হচ্ছেন—


নারায়ণ দেব : মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। তাঁর কাব্য 'পদ্মপুরান'। সংস্কৃত পুরান অবলম্বনে তাঁর কাব্য রচিত। পাণ্ডিত্য ও স্বভাবস্ফূর্ত সরস কবিত্বের পরিচয় তাঁর কাব্যে রয়েছে। তাঁর কাব্য করুণরসের আকর।

বিজয় গুপ্ত গৌড়নদী জেলার গৈলা গ্রামের কবি পঞ্চদশ শতকের মানুষ ছিলেন। পিতা সনাতন, মাতা রুক্ষিণী। কবিপ্রতিভা উচ্চাঙ্গের নয়, বিষয়গুণেই তাঁর কাব্যের প্রসার। তাঁর মধ্যে ভাব অপেক্ষা বিশ্লেষণী ক্ষমতা বেশি ছিল। তাঁর মনসামঙ্গল তৎকালীন সময়ের সামাজিক ও রাজনৈতিক দলিল।


বিপ্রদাস পিপলাই : কবির লেখা দুটো পুঁথির বড়টিতে চাঁদ সদাগরের বাণিজ্যযাত্রা পর্যন্ত। আছে। কিন্তু মনসামঙ্গলের মূল কাহিনী বেহুলা লখিন্দরের কাহিনী সেখানে নেই। ১৪৯৫ খ্রিঃ কাব্য শেষ করেন। তাঁর কাব্যের নাম 'মনসাবিজয়'।

ষষ্টিবর দত্ত : সিলেট জেলার জনপ্রিয় মনসামঙ্গল কাব্যের কবি। তার উপাধি ছিল গুণরাজ খাঁ। তার কাব্যের নাম 'পদ্মপুরান'। তাঁর কাব্য দেবখণ্ড, বাণিজ্য খণ্ড ও স্বর্গারোহণ খণ্ড— তিন ভাগে বিভক্ত।

কানাহরি দত্ত : মনসামঙ্গল কাব্যের আদি কবি বলে পরিচিত এ কবির কাব্য খুঁজে পাওয়া যায় নি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ