বিভা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
বিভা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
![]() |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে মালুর এক কিশোর প্রেমিকা; তালতলির মেয়ে রাসুর মতো ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামবর্ণা, অপরূপ দেহভঙ্গিমার রাসুর মতো এ প্রেমে দেহের উত্তাপ লাগেনি, তবে মানসিক অভিব্যক্তির গভীরতা, ব্যাহত স্থির নিস্তরঙ্গ, নিরুত্তেজ আর মিতভাবে সংযত হলেও ঘনরসময়ী, ব্যঞ্জনাধর্ম-আখ্যানে প্রত্যক্ষ, বাস্তব ঘটনা সংঘটনের চিত্রিত না হলেও অতীত স্মৃতি রোমন্থিত অভিনব শিল্প মাধুর্যের চিত্র গ্রহীতায় অদ্বিতীয় ও অতীত রোমান্টিক ঘটনাশ্রয়ী ভাব-মূর্ছনা।
সেই কৈশোর যৌবনে ডাঁসা আমে প্রাথমিক সিঁদুর ছটার মতো স্বপ্নীল ছাত্রজীবন কতনা স্মৃতি সেই তালতলির চৈত্র-সংক্রান্তি মেলা-বিভাকে চিত্তগ্রাহী, রসনাতৃপ্তিকর কতকিছুর সাথে একটা অপরূপ মাটির নটরাজ কিনে দেয়া- অসম্ভৃত, সপ্রশংস (নটরাজটি দেখতে ঠিক মালুর মতো প্রিয়দর্শন এই কথা বলে) বিবার সলাজ নতমুখে পালিয়ে যাওয়া, আর এখানেই এই ছোটগল্পের পরিসমাপ্তি, যেন, ফল ফলাবার আশা মনে রাখিনি, তাই মুকুল ঝরাই দক্ষিণ সমীরে।
যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'র 'অপুর' মতো চিরপথিক পরান, চলাই যার (মালুর) জীবন-ধর্ম, থেমে থাকার অপর নাম মৃত্যু দীর্ঘ রেল অভিযাত্রিকের মতো জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহু বিচিত্র তাৎক্ষণিক স্টেশনগুলোর মুহূর্তিক বিরতিতে পাওয়া না পাওয়ার, দেখা না দেখার চির-অতৃপ্তির বেদনা ব্যঞ্জনার মতো মালুর বিভা।