রাধার দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ চরিত্র কিরূপ আলোচনা কর

রাধার দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ চরিত্র কিরূপ আলোচনা কর

অথবা, রাধা কৃষ্ণকে বড়ায়ি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেয় কেন? ব্যাখ্যা কর 

রাধার দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ চরিত্র কিরূপ আলোচনা কর
রাধার দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ চরিত্র কিরূপ আলোচনা কর

উত্তর : কৃষ্ণ রাধাকে তাঁর বাঁশি চুরির ব্যাপারে অভিযুক্ত করেছে। কিন্তু রাধা সেই অভিযুক্ত স্বীকার করেনি। কৃষ্ণের অভিযোগ শুনে রাধা কাঁদতে আরম্ভ করে। তখন কৃষ্ণ বলে যে রাধা নাগরী ক্রন্দন জুড়ে দিয়েছে। ছলাকলা দিয়ে সে কৃষ্ণকে বঞ্চনা করতে চায়। 

কৃষ্ণ রাধাকে ভয় দেখায় বাঁশি না পেলে সে রাধার প্রাণ হরণ করবে। একথা শুনে বড়ায়ির হাসির উদ্রেক হয়। বড়ায়িকে হাসতে দেখে রাধা কৃষ্ণকে বলে যে বড়ায়িই হয়ত কৃষ্ণের বাঁশি নিয়েছে। তাই কৃষ্ণের বাঁশি হারিয়েছে শুনে হাসছে। রাধা কৃষ্ণকে বুঝাতে চাচ্ছে যে, বড়ায়ির কথা বিশ্বাসযোগ্য নয়। 

বড়ায়ি চোরকে বলে ঘরে প্রবেশ কর আর অন্যদিকে গৃহীকে সতর্ক করে দেয়। বুড়ি বড়ায়ি বড়োই অবোধ্য, কৃষ্ণকে মায়া দেখিয়ে ছলনা করে। তার মন বুঝা যায় না। দুষ্ট মন মিষ্ট দেখায়, পরকে আত্মসম দেখে, সে-ই কৃষ্ণের বাঁশি নিয়েছে। অন্যদিকে, ইনিয়ে বিনিয়ে সত্যি মিথ্যে বানিয়ে কৃষ্ণকে বলেছে যে, রাধা কৃষ্ণের বাঁশি নিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ