রাজা হবুচন্দ্র স্বপ্নে কী দেখেছিলেন
রাজা হবুচন্দ্র স্বপ্নে কী দেখেছিলেন?
![]() |
রাজা হবুচন্দ্র স্বপ্নে কী দেখেছিলেন? |
হঠাৎ বানর তিনটি চলে যায় এবং এক বেদে এসে এই বলে কাঁদতে থাকে যে, তার পাাখি উড়ে গেছে, সে রাজাকে সামনে পেয়ে ঘাড়ে তুলে নেয় এবং উঁচু ডালে রাজাকে বসিয়ে দেয় । গাছের নিচে দাঁড়িয়ে এক থুড়থুড়ি বুড়ি হাসছে আর রাজার ঝুলানো পায়ের নিচে সুড়সুড়ি দিচ্ছে।
রাজা পা দুটো তুলতে চায়, তার পা কেউ ধরে রাখে নি, কিন্তু রাজা পা দুটো তুলতে পারে না। রাজা পাখির মত ছটফট করে বেদে তখন রাজার কানে কানে বলে হিংটিং ছট । রাজা হবুচন্দ্রের উপর্যুক্ত স্বপ্নের অর্থ খুঁজতে গিয়ে মন্ত্রী গবুচন্দ্র একেবারে চুপ হয়ে যায়।