আম্বরি রমজানকে যে কহর দিয়েছিল তার উল্লেখ কর
আম্বরি রমজানকে যে কহর দিয়েছিল তার উল্লেখ কর।
![]() |
আম্বরি রমজানকে যে কহর দিয়েছিল তার উল্লেখ কর |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সাক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের খল চরিত্র রমজান।
রমজান নানা কারণে পেরুর উপর রেগে ছিল প্রতিশোধের উপায় খুঁজছিল এক সময় রমজানের সুযোগ হয় প্রতিশোধ নেয়ার এবং সে লেকুর পানিটাকে পেয়ে ভার প্রতিশোধের জ্বালা কিছুটা নিবৃত্ত করে। আর লেকুর স্ত্রী আম্বরি তার খাসিটাকে খাওয়ার জন্য রমজানকে ১ম ধাপে করে দেয়- "নিজের মেয়ের গোশত্ খা, পোলার গোশত্ খা, মেয়ের হাড়ডি চিবিয়ে খা, দাঁ ভাং... আমার মাসি তো নয়, খেয়েছিস নিজের মাইয়া, নিজের পোলা... ।"
এরপর খানিকটা সময় আম্বরি নিজের খাসিটার সম্পর্কে অনেক বিলাপ করে আবার চলে রমজানের উদ্দেশ্যে ২য় ধাপের কহর— “যে খেয়েছে আমার খাসি মুখের জিহবা, গায়ের গোশত তার খসে পড়বে। নির্বংশ হ সাতকুলে কেউ থাকবে না । মরলে কবর দেয়ার লোক থাকবে না। মরা লাশ শিয়ালে কুত্তায় টেনে টেনে খাবে।"
আমরা বুঝতে পারি যে, আম্বরির দারিদ্র্যের সংসারে তার খাসিটা বেচে অনেকগুলো টাকা পেত; কিন্তু রমজান তার খাসিটাকে চুরি করে জবাই করে আম্বরির অনেক বড় একটি ক্ষতি করে তাই আম্বরি তার মনকে সান্ত্বনা দেয়ার জন্য রমজানকে কহর দেয়।