সংক্ষেপে তোরাপের চরিত্র আলোচনা কর

 



সংক্ষেপে তোরাপের চরিত্র আলোচনা কর 

সংক্ষেপে তোরাপের চরিত্র আলোচনা কর
সংক্ষেপে তোরাপের চরিত্র আলোচনা কর 

উত্তর: 'নীল দর্পণ' নাটকে নিঃস্ব রিক্ত মুসলমান রাইয়ত তোরাপ। তোরাপের ভেতর - বাহির অভিন্ন। সে ঠিক যা তার মুখ দিয়ে তা প্রকাশিত হয়েছে। কোন ভাবমূলক আদর্শের অনুপ্রেরণায় সে চলে না।

তোরাপ অকতৃজ্ঞ বা নেমক হারাম নয়, তাই বেগুন বেড়ের কুটির গুদামে গোলকবসুর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিতে অস্বীকৃত। 

তার ভাষায়- “ম্যারে ক্যান ফ্যালায় না, মুই নেমোখহারামি কত্তি পারবো না- ঝে বড় বাবুর জন্যি জাত বাঁচেছে, ঝার হিল্লোয় বসতি কত্তি নেগেছি, ঝে বড়বাবু হাল গরু বেঁচয়ে নৈ ব্যাড়াচ্ছে, মিত্যে সাক্ষী দিয়ে সেই বড়বাবুর বাপকে কয়েদ করে দেব? মুই তো কখনুই পারবো না- জানকবুল ।”

মূলত শারীরিক ও মানসিক শক্তির প্রতিমূর্তি তোরাপ। তোরাপের সহযোগিতায় নবীন মাধব ক্ষেত্রমণিকে নীলকরের হাত হতে উদ্ধার করেছে।

সে একবার মোক্তারের আস্তাবলের ঝরকা ভেঙে বসন্তবাবুর জমিদারিতে পালিয়ে যায়। উডের লাঠির আঘাতে নবীন মাধব চেতনা হারিয়ে মাটিতে পড়ে গেলে তোরাপ বুনো

মোষের মত ছুটে এসে ব্যুহ ভেদ করে ভেতরে ঢোকে। রোগ সাহেব নবীন মাধবকে লক্ষ্য করে তলোয়ারের কোপ মারলে তোরাপ হাত দিয়ে সে আঘাত প্রত্যাহত করায় তোরাপের হাত কেটে যায় ।

 যন্ত্রণায় অধীর হয়ে সে উডের নাক কামড়ে কেটে নেয় এবং আহত নবীন মাধবকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। নবীন মাধব বিত্তের কারণে যা পারে নি তোরাপের কাছে তা সহজ ও স্বাভাবিক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ