গনি বয়াতি কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

গনি বয়াতি কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও ।
গনি বয়াতি কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

গনি বয়াতি কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

উত্তর : এ গনি বয়াতিকে অবলম্বন করেই মালুর সুপ্ত শিল্পী-প্রতিভার সুতীব্র চেতনার অন্তর্জালা, অগ্নিদাহ বাস্তবে রূপ লাভ করে- এতদিনকার লজ্জিত, অবগুণ্ঠিত শিল্পী প্রতিভার আত্মপ্রকাশে। 

সৈয়দরা কলকাতা চলে যাবার পর বড় সৈয়দ গিন্নীর ইচ্ছা অনুকূলে সেকান্দর মাস্টার সৈয়দ বাড়ির তদারকির দায়িত্ব নিতে অসম্মত হলে অগত্যা সে দায়িত্ব ফেলু মিঞার উপর বর্তালে নায়েব রমজানের চক্রান্তে পরিস্থিতির ফেরে প্রথম দেশান্তরী হওয়া মালু ভাগ্যক্রমে পূর্বপরিচিত গনি বয়াতির দলে ভিড়ে আপাতত সম্পূর্ণ হয়। তবে কোন নিকট সময়ে শীর্শ প্রতিভায় স্পর্ষিত গুরুরোষে পুনঃপথে ভাসে মালু । 

অপরিণামী (পিতৃমাতৃহীন) যাযাবর জীবন থেকে তালতলির রানুদির সৌজন্যে যুদ্ধের বাজারে রামদয়াল দত্তের দোকানে কর্মচারী হিসেবে কাজ পায়। হঠাৎ কলকাতা থেকে আগত শিল্পী অশোকের সান্নিধ্যে প্রথমত তালতলিতে এবং দ্বিতীয়ত কলকাতায় শিল্পী অশোক এবং প্রখ্যাত বেতার শিল্পী রাকিব সাহেবের অনুকূল্যে মালু তার জীবনের পরম কাঙ্ক্ষিত অর্থ খুঁজে পায়। মধু গায়েন ও রতন বুড়া এরা গনি বয়াতীর সহশিল্পী, খুব দক্ষতাপূর্ণ, অভূতপূর্ব এদের গানের গলা, মালুর শিল্পী জীবনের নেপথ্য প্রেরণা এরা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ