যমুনার ঘাটে কৃষ্ণ প্রেমের যে ফাঁদ পেতেছিল তার বর্ণনা দাও
যমুনার ঘাটে কৃষ্ণ প্রেমের যে ফাঁদ পেতেছিল তার বর্ণনা দাও
অথবা, “ষোলশত গোপী গেলা যমুনার ঘাটে তা দেখিআঁ কাহ্নাঞিঁ পাতিল নাটে” —উক্তিটি ব্যাখ্যা কর
![]() |
যমুনার ঘাটে কৃষ্ণ প্রেমের যে ফাঁদ পেতেছিল তার বর্ণনা দাও |
উত্তর : ‘শ্রীকৃষ্ণকীর্তন' রাধাকৃষ্ণের লৌকিক প্রেমলীলার কাহিনি। বংশীখণ্ড পালা গানের পূর্বে রাধার প্রতি কৃষ্ণের বাঁশির প্রভাব বর্ণিত হয়নি। এখানে দেখা যাচ্ছে বড়ায়িকে সাথে নিয়ে রাধা যমুনায় জল আনতে গেল। রাধার সঙ্গে গেল ১৬০০ গোপীসখী। তারা রাধাকে বলল, চল স্নান করা যাক। ষোল'শ গোপী যমুনার ঘাটে স্নান করতে নামল। তা দেখে কৃষ্ণ নাট্যলীলা পাতল।
কৃষ্ণ প্রথমত নানাভাবে রাধাকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এবার সে রাধার দৃষ্টি আকর্ষণের জন্য নাট্যলীলা শুরু করল। কখনো করতাল, কখনো মৃদঙ্গ বাজাতে লাগল। তা দেখে রাধিকার সখীরা রঙ্গবোধ করল। কৃষ্ণের যত বাদ্যযন্ত্র ছিল সেসব প্রতিদিন নানা ছন্দে সেখানে বাজাতে লাগল। কিন্তু আইহনের স্ত্রী রাধা কৃষ্ণের দিকে ফিরেও তাকাল না ৷
সুতরাং যমুনার ঘাটে কৃষ্ণ প্রেমের যে ফাঁদ পেতেছিল তার একমাত্র কারণ কৃষ্ণ রাধাকে নানাভাবে আকৃষ্ট করে প্রেম নিবেদনের চেষ্টা করেছে।