'বিসর্জন' নাটকের মূল দ্বন্দ্বের স্বরূপ সংক্ষেপে আলোচনা কর
'বিসর্জন' নাটকের মূল দ্বন্দ্বের স্বরূপ সংক্ষেপে আলোচনা কর
![]() |
'বিসর্জন' নাটকের মূল দ্বন্দ্বের স্বরূপ সংক্ষেপে আলোচনা কর |
উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিসর্জন' নাটকের মূল দ্বন্দ্বটি হচ্ছে- ধর্মের অর্থহীন অন্ধ সংস্কার ও চিরাচরিত যুক্তিহীন প্রথার সাথে নিত্য-সত্য মানবধর্মের বা হৃদয়ধর্মের।
মিথ্যা ধর্মবোধের সাথে উদার মনুষ্যত্বের, মানুষের রচিত আচারবিধির সাথে হৃদয়ের পরম সত্য প্রেমের, হিংসার সাথে অহিংসার।