রাকিব সাহেব কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
রাকিব সাহেব কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও ।
![]() |
রাকিব সাহেব কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে বি.এ. অধীত পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতায় অনিরুদ্ধ, অপরাজেয় শিল্পী সত্তা-একজন প্রখ্যাত বেতার লোক-শিল্পী মালুর দ্বিতীয় সংগীত গুরু এবং মালুকে বেতার শিল্পীতে পরিণতিদান এরই ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রুতি।
রাকিব সাহেবের তেমন কোন উল্লেখযোগ্য পারিবারিক পরিচিতি নেই। তবে এটি একটি খণ্ড চরিত্র হলেও চরিত্রটিতে তৎকালীন ভারতীয় সামাজিক ও রাজনৈতিক কিছু সংকট-চিত্র ধরা পড়েছে। রাকিব সাহেব একজন প্রগতিবাদী, সমাজ ও রাজনীতি সচেতন, অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি, মানবতাবাদী, আদর্শবাদী প্রত্যক্ষ সমাজ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সংশিষ্ট শিল্পী ব্যক্তিত্ব।