দেবীর পাষাণ মূর্তি রঘুপতি জলে নিক্ষেপ করে কেন

 দেবীর পাষাণ মূর্তি রঘুপতি জলে নিক্ষেপ করে কেন

দেবীর পাষাণ মূর্তি রঘুপতি জলে নিক্ষেপ করে কেন
দেবীর পাষাণ মূর্তি রঘুপতি জলে নিক্ষেপ করে কেন


উত্তর :পুত্রতুল্য আবাল্য লালিত জয়সিংহের নির্মম আত্মদানে স্তব্ধ হয়ে যায় রঘুপতি। তার চৈতন্যের ঘটে পরিবর্তন। মিথ্যে মনে হয় দেবীর আরাধনা, শূন্য মনে হয় মন্দির পীঠ। তার বোধিতে ধরা পড়ে মানুষের মধ্যেই ঈশ্বরের বাস, প্রাণই মূল্যবান, পাষাণ মূর্তি অর্থহীন ।

 তাই রঘুপতি বিসর্জন দেয় পাষাণ প্রতিমাকে, তার চৈতন্য থেকে বিসর্জিত হয় হিংসা, গর্ব, অহংকার। রঘুপতির শুরু হয় অন্তর ক্ষরণ, সে হয়ে পড়ে বলহীন, শক্তিহীন। তার অহংকার-দর্প-গর্ব সব শেষ হয়। পাষাণ প্রতিমাকে মিথ্যে জ্ঞান করে মানবী অপর্ণার মধ্যেই সে সত্যিকারের দেবীমূর্তি দেখতে পায়। তাই সে পাষাণ প্রতিমাকে গোমতীর জলে নিক্ষেপ করে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ