শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কবি কে এটি কবে প্রকাশিত হয় লেখ
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কবি কে এটি কবে প্রকাশিত হয় লেখ
অথবা, ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড কয়টি? খণ্ডগুলোর শিরোনাম উল্লেখ কর
![]() |
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কবি কে এটি কবে প্রকাশিত হয় লেখ |
উত্তর : মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। এতে শ্রীকৃষ্ণের প্রেমে রাধা ও গোপীদের পাগলপ্রায় অবস্থা বর্ণিত হয়েছে। এ কাব্যগ্রন্থের কবি বড়ু চণ্ডীদাস।
এটি ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন-রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মোট তেরো খণ্ডে বিভক্ত। খণ্ডগুলো হচ্ছে—
(১) জন্ম খণ্ড (২) তাম্বুল খণ্ড (৩) দান খণ্ড
(৪) নৌকা খণ্ড (৫) ভার খণ্ড (৬) ছত্র খণ্ড
(৭) বৃন্দাবন খণ্ড (৮) কালিয়াদমন খণ্ড
(৯) যমুনা খণ্ড (১০) হার খণ্ড
(১১) বাণখণ্ড (১২) বংশী খণ্ড (১৩) রাধা বিরহ খণ্ড।