এই ছেলে ঠিকই জালেম হবে।”- কথাটি কে, কাকে কেন বলেছে

এই ছেলে ঠিকই জালেম হবে।”- কথাটি কে, কাকে কেন বলেছে?
এই ছেলে ঠিকই জালেম হবে।”- কথাটি কে, কাকে কেন বলেছে
এই ছেলে ঠিকই জালেম হবে।”- কথাটি কে, কাকে কেন বলেছে

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মালুকে কথাটি বলেছে তার মা। মালু হুরমতির বিছাকার্য দেখে এসে তার বর্ণনা দিতে থাকে রাবু আপার কাছে। 
 
এমন সময় তার মা সেখানে উপস্থিত হয়। মালু লেখাপড়া ছাড়াই সারাদিন চ্যাং চ্যাং করে ঘুরে বেড়ায় তার জন্য গালি পাড়তে থাকে ও তার কান ধরে রাখে। মালু তার মায়ের হাত কান থেকে সরানোর অনেক চেষ্টা করেও বিফল হয়। আর যত সময় গড়াচ্ছিল ততই তার মায়ের বকুনি ও মারের মাত্রা বেড়ে যাচ্ছিল। 
 
সময় গড়ানোর সাথে সাথে মায়ের হাত একটু ক্লান্ত হয়ে আসলেই মালু মায়ের হাতে খামচে দেয় এবং মায়ের হাত থেকে মুক্ত হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তার মায়ের হাতে কয়েক ফোঁটা রক্তও জমে যায়। মা যখন আবার তাকে প্রায় ধরে ফেলছিল তখন রাবু মালুকে বাঁচায়। 
 
তখন মা কথাটি বলেছিল- “এই ছেলে ঠিকই জালেম হবে ।" অর্থাৎ মা ছেলের হাতের খামচি খেয়ে অনেক কষ্ট পায় একদিকে মালুর ভবিষ্যৎ ও রাবুদের স্নেহের কারণে মা তার ছেলেকে উপযুক্তভাবে গড়ে তুলতে না পারার দুঃখে মালুকে উদ্দেশ্য করে আলোচ্য কথাটি বলেছিল ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ