শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য কে কিভাবে আবিষ্কার করেন আলোচনা কর

শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য কে  কিভাবে আবিষ্কার করেন আলোচনা কর  

অথবা, “শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের আবিষ্কারকের পরিচয় দাও

শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য কে  কিভাবে আবিষ্কার করেন আলোচনা কর
শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য কে  কিভাবে আবিষ্কার করেন আলোচনা কর 

উত্তর : মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য। এটি রাধাকৃষ্ণের প্রেমের উপাখ্যান। এটি আবিষ্কৃত হওয়ার পর মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় পূর্ণতা আসে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ সংবাদ পান যে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছে কাকিল্যা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়িতে হাতের লেখা কিছু পুরাতন পুঁথি আছে। 

এ সন্ধানের প্রেক্ষিতে তিনি ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) সেখানে যান এবং ঐ ব্রাহ্মণের গোয়াল ঘর থেকে তিনি অযত্নে রক্ষিত একরাশ পুঁথির সঙ্গে এ গ্রন্থটি পান। এ গ্রন্থের প্রথম দুটি এবং শেষ পৃষ্ঠা পাওয়া যায়নি। এভাবে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য আবিষ্কৃত হয় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ