রাসু কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

 রাসু কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
রাসু কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
 রাসু কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও

 উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে সেকান্দর মাস্টারের একমাত্র বোন; মালুর কৈশোর প্রেমিকা। কৈশোর থেকে যৌবনের সন্ধিক্ষণ পর্যন্ত কিশোর মাদুর রোমান্টিক ছুটি। 

শৈশবের রোমাপ স্মৃতি, কীর্তি ক্রমান্বয় মনের গভীর দেহের মৃত্তিকায় রোমান্টিকতার স্বপ্ন কামনার বীজ উপ্তি হতে না হতেই অনিবার্য ভাগ্য পরিবর্তনে, গতিশীল জীবন, দেশ-কাল বৃহত্তর পট, আর্থসামাজিক, রাজনৈতিক যুগান্তকারী ঘটনা প্রবহমান সময় বিচ্ছিন্ন করে নিষ্ঠুরভাবে একে- অপরকে। 

যার পর এক সময় রাসুর বিয়ে, রাসুর সংসার জীবন শ্বশুর বাড়ি, সন্তানসন্ততিতে পরিণত পরিব্যাপ্ত এবং সাধারণ্যের ভিড়ে হারিয়ে যাওয়া বাসু। চরিত্রটি ছোটগল্পের নায়িকার মতো। কোন বিশেষ ব্যক্তি বৈশিষ্ট্যের ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য না থাকলেও শিশু-কিশোর নায়িকা হিসেবে বাস্তবতায় অনন্য। 

প্রসঙ্গত উল্লেখ্য, রাসুর জীবন, প্রেম, বৈবাহিকতা সব পারিবারিক সূত্রে সম্পৃক্ত। মূলত এ চরিত্রটি 'সংশপ্তক' উপন্যাসের অন্যতম চরিত্র মাপুর চরিত্র বিকাশেই সমধিক ব্যবহৃতঃ তবে শিল্প মানে তুলনামূলক মালুর পরিণত যৌবন পর্বের প্রেম ও দাম্পত্য সংকটের তুলনায় অনেক সমৃদ্ধ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ