আসমা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
আসমা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
![]() |
| আসমা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে সেকান্দর মাস্টারের প্রেমিকা, একটি অচরিতার্থ স্বপ্ন।
দেশ ও সমাজের জন্য (মানবমুক্তির লক্ষ্যে) নিবেদিত প্রাণ, বিরূপ আর্থসামাজিক ও রাজনৈতিক জীবন পরিবেশের সাথে প্রতিনিয়ত সংগ্রামশীল, পুণ্য প্রতিষ্ঠায় চির-যুদ্ধমান সেকান্দর মাস্টারের স্বপ্ন-সঙ্গিনী, নেপথ্যচারিণী, বাস্তবের মৃত্তিকার ছোঁয়া যে পায়নি (রবীন্দ্রনাথ ঠাকুরের 'পরিশেষ' কাব্যের 'বাঁশির’-কিনু গোয়ালার গলির সদাগরি আপিসের পঁচিশ টাকা মাইনের হরিপদ কেরানির ধলেশ্বরী নদী তীরের পিসির দূর সম্পর্কীয়া দেওর-কির মতো) এবং জটিল বহুবিধ আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট-পীড়িত দৈন্য-দীর্ণ সেকান্দর মাস্টারের জীবনে যা বাস্তবসম্মত নয়। তাই আসমা কেবল নামসর্বস্ব, শুধু তাৎক্ষণিক স্মৃতি-মন্থিত স্বপ্নময়ী, অবিকশিত, সম্পূর্ণরূপে অতৃপ্তিকর ব্যঞ্জনাধর্মী।
চরিত্রটি কোরকের পর্দার অন্তরালবর্তী থাকলেও সমাজ-বাস্তবতায় চরিত্রটি পরিণামী বিকাশ মুকুলেই রুদ্ধ করে রেখেছেন, চির-বিস্মৃতির অতলে তলিয়ে রাখার প্রয়াস আমাদের মানসিক মৃত্তিকায় তার অস্তিত্ব কখনো লুপ্ত হয়নি। ঔপন্যাসিক শহীদুল্লা কায়সার এ অভিনব শিল্প তাৎপর্যে পেয়েছেন। বিষয়টি সেকান্দর মাস্টারের সমাজ ও চরিত্র বাস্তবতায় বিশেষ মাত্রিকতা এনেছে।
