পূর্বজন্ম ফলেহেরি তোমা দোঁহে আজি এ কাল আসনে। - ব্যাখ্যা কর।

পূর্বজন্ম ফলেহেরি তোমা দোঁহে আজি এ কাল আসনে। - ব্যাখ্যা কর।
পূর্বজন্ম ফলেহেরি তোমা দোঁহে আজি এ কাল আসনে। - ব্যাখ্যা কর।
পূর্বজন্ম ফলেহেরি তোমা দোঁহে আজি এ কাল আসনে। - ব্যাখ্যা কর।

উত্তর মেঘনাদবধ কাব্যে রাবণের উজ্জ্বল নাট্যশালার সব দীপ একে একে নিভে গেছে। সীতাকে হরণ করে এনে রাঘবদের হাতে প্রথমে তার ছোট পুত্র বীরবাহুকে ( হারিয়েছেন

রক্ষঃকুলের দীপ্তিমান সূর্য লঙ্কার রবি বীরশ্রেষ্ঠ মেঘনাদ আজ কফিনে মেঘনাদের স্ত্রী প্রমীলা স্বামীর চিতায় একই সাথে জ্বলতে স্বামীর পাশে গিয়ে শেষ শয্যায় শুয়েছে। রাবণ পুত্র ও পুত্রবধূর অন্ত্যেষ্টিক্রিয়াকালে যারপরনাই শোকে বিহ্বল। কার * স্বাভাবিক নিয়মেই পুত্রের আগে পিতার মৃত্যু হয়। 

পিতা নিজ দায়িত্ব পুত্রের স্কন্ধে অপকরে শান্তিতে চোখ বোজে— এটাই স্বাভাবিক। রাবণেরও ইচ্ছে ছিল নিজের মৃত্যুকালে পুত্রের উপর সব দায়ভার অর্পণ করে শান্তির শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। পুত্রের বামে বসবে পুত্রবধূ- সে শান্তিতে চোখ বুজবে। 

কিন্তু ভাগ্য দোষে আজ রাবণকে স্বহস্তে পুত্র ও পুত্রবধূর অন্ত্যেষ্টিক্রিয়া সারতে হচ্ছে। রাবণ আজ বিচলিত বিমর্ষ। ঘরে ফেরাই তার দায় হয়ে পড়বে। তার এই করুণ ও শোচনীয় পরিণতির জন্য রাবণ নিজ ভাগ্যকে দোষারোপ করছে। রাবণের ট্রাজেডি এখানে যে, সে নির্বিবাদে পিতা হয়ে পুত্র ও পুত্রবধূর লাশ কাঁধে নিয়েছে। 

কিন্তু কোন কারণে তার এ দুর্গতি তা সে জানে না। তাই তার এ পরিণতিকে জন্মান্তরবাদে বিশ্বাসী রাবণ পূর্বজন্মের ফলজ্ঞান করছে। এখানেই রাবণের ট্রাজেডি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ