নীলকর উডের কান দুটো তোরাপ ছিঁড়ে আনতে না পারার কারণ কী

নীলকর উডের কান দুটো তোরাপ ছিঁড়ে আনতে না পারার কারণ কী

নীলকর উডের কান দুটো তোরাপ ছিঁড়ে আনতে না পারার কারণ কী
নীলকর উডের কান দুটো তোরাপ ছিঁড়ে আনতে না পারার কারণ কী

 উত্তর: স্বরপুর গ্রামে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে কমবেশি প্রতিবাদ করে নবীন মাধব। নবীন মাধব নীলকরদের শত্রু। নবীন মাধব পরোপকারী কৃষক। সে নীলকরদের আতঙ্ক । তাকে জব্দ করতে নীলকরেরা নবীন মাধবের নিরীহ নির্দোষ পিতাকে কারাবন্দী করায় সেখানে সে লজ্জায় আত্মহত্যা করেছে, এত করেও নবীনের উপর নীলকরদের ক্ষোভ যায় নি, তারা নবীনদের বাড়ির মধ্যেকার পুকুর পাড়ে নীল চাষে উদ্যোগী।

 বাবার শ্রাদ্ধ হলেই নবীন মাধব গ্রাম ত্যাগ করবে, তাই সাধুচরণ ও তোরাপকে নিয়ে নীলকরের কাছে গিয়ে ৫০ টাকা নজরানা দিয়ে পায়ে ধরে অনুনয় করে পুকুর পাড়ে নীল চাষ না করতে। নীলকর নবীনকে বলেছে যে, নবীনের পিতার শ্রাদ্ধে অনেক ষাঁড় কাটতে হবে, তাই টাকাটা যেন সে রেখে দেয়, এটা নীলকর শ্রাদ্ধের জন্য নবীনকে ভিক্ষা দিল।

 কথা শুনে নবীন উত্তেজিত হয়ে নীলকরের বুকে লাথি মারে। নীলকরের লাঠিয়াল তখন নবীন মাধবকে ঘিরে ফেলে। এবং লাঠির ঘায়ে তাকে ভূপাতিত করে। তোরাপ অদূরে ছিল, সে একগুয়ে মহিষের মত দৌড়ে গোল ভেদ করে নবীনকে নিয়ে সেখান থেকে সরে পড়ে, তবে তার আগে নীলকর নবীনকে তলোয়ারের কোপ মারে, তোরাপ হাত দিয়ে রক্ষা করে, তোরাপের বা হাত কেটে যায়, নবীনের বুকেও কিছুটা লাগে। 

তোরাপ জ্বালার চোটে নীলকরের নাক কামড়ে নিয়ে নবীন মাধবকে সহ সেখান থেকে সরে আসে। নবীন মাধব যদি নিজে নিজে পালাতে সক্ষম হত তাহলে তোরাপ নীলকরের দু কান ছিড়ে আনত। মূলত নীলকরের অত্যাচারের প্রতিবাদে তোরাপ ক্ষুব্ধ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ