তাজুর মার পরিচয় দাও
তাজুর মার পরিচয় দাও।
![]() |
| তাজুর মার পরিচয় দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে রমজানের স্ত্রী বদসুরৎ, মুখরা প্রায় স্থির চরিত্র-চিত্রাত্মক, আম্বরির সাথে কিছু ঘটনা-প্রেক্ষিত (লেকু রমজানের বিবিধ বিরোধ সংঘর্ষের প্রতিক্রিয়ায়) যেন প্রতিযোগিতাপূর্ণ অপরাজেয় কুরুচিপূর্ণ, অশ্লীল, অশ্রাব্য, গালাগালিতে সমধিক প্রকাশিত; না জানি কোন পুণ্যের ফলে এমন স্ত্রীযোগ ঘটেছিল রমজানের।
যে জন্য মনে মনে রমজান গর্বিত, ধন্য মানে নিজেকে। প্রসঙ্গত উল্লেখ্য, হুরমতিজনিত রমজানের বা রমজানের নষ্ট চরিত্রের প্রতি তাজুর মা রমজান স্ত্রীর কোন মানসিক সংকটের চিত্র বা অভিব্যক্তি নেই। তাজু : একটি নামসর্বস্ব শিশু চরিত্র, রমজানের উত্তর প্রজন্ম।
