রমজানের মার পরিচয় দাও

 রমজানের মার পরিচয় দাও ।
রমজানের মার পরিচয় দাও
 রমজানের মার পরিচয় দাও 

উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে এমন কতিপয় চরিত্রের একজন যার স্বতন্ত্র কোন নাম উল্লেখ নেই। কাহিনির গুরুত্বে সম্পর্ক-সূত্রেই এদের পরিচিত যৎসামান্য চরিত্র অভিব্যক্তি। 

রমজানের গর্ভধারিণী মা, শ্বশুরবাড়ি ছেড়ে নীতি-আদর্শেরই প্রশ্নে স্বাধীনোত্তর দেশ বিভাগ পর লুটেরা, দাঙ্গাকারী, পরিত্যক্ত হিন্দু সম্পত্তি গ্রাসকারী রাতারাতি ফকির থেকে আমির রমজানের নতুন মসনদ দত্ত বাড়িতে উঠে যায়নি বলে রমজান আর তার কোন খোঁজখবর রাখেনি। 

যুদ্ধপর মহামারিতে আক্রান্ত হয়ে মরেছে বসন্তে মারী মড়কে উজাড় হওয়া বাকুলিয়ায়। শাস্ত্রমতে অন্ত্যেষ্টিক্রিয়া করেছে সেকান্দর, জাহেদ, রাবু, মাধু, লেকু, হুরমতিরা। খবর দেয়া সত্ত্বেও আসেনি রমজান। চরিত্রটির মাধ্যমে রমজানের পাপ-কর্মকে চূড়ান্তরূপে ঘনীভূত করা হয়েছে এবং রমজানের কৃতকর্মের প্রতি ঘৃণা তথা বিবেকের নির্দেশ প্রতিফলিত করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ