আর একদিন তুমি জীব নিরাপদে —- ব্যাখ্যা কর।

 আর একদিন তুমি জীব নিরাপদে —- ব্যাখ্যা কর।
আর একদিন তুমি জীব নিরাপদে —- ব্যাখ্যা কর।
 আর একদিন তুমি জীব নিরাপদে —- ব্যাখ্যা কর।

উত্তর মেঘনাদবধ কাব্যে বোনের অপমানের প্রতিশোধে সীতাকে হরণ করার পর রাঘবেরা সীতা উদ্ধারে এলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। প্রথমে রাবণপুত্র বীরবাহু যুদ্ধে মারা যায়। 

অতঃপর মেঘনাদ যুদ্ধে যাবে বলে নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজা দিতে যায়। সেখানে বিভীষণের সহযোগিতায় লক্ষ্মণ নিরস্ত্র মেঘনাদকে কাপুরুষের মত হত্যা করে। ফলে রাবণের শোক সীমাহীন প্রান্তে পৌঁছে। সে বের হয় যুদ্ধে। বীরশ্রেষ্ঠ রাবণের শৌর্যেবীর্যে খ্যাতি দুর্বার। 

রাবণকে দেখে রাঘব সৈন্যরা ভয়ে পথ ছেড়ে দেয়। কিন্তু রাম তার সাথে যুদ্ধের জন্য তার সামনে আসে। বীর রাবণ তারই পুত্রের হন্তা লক্ষ্মণকে খুঁজছে। তার শিকার হচ্ছে লক্ষ্মণ, ফলে সে রামকে স্বচ্ছন্দে বলেছে যে, সে আগে লক্ষ্মণকে বধ করবে। 

ফলে রাম ঘরে ফিরে যাক, রাম নিরাপদে আরও একদিন জীবন ভোগ করুক, লক্ষ্মণকে মেরে পরে রাবণ রামকে মারবে। প্রকৃত বীরের এই যে ধর্ম তা রাবণের চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ করে কবি রাবণকে শ্রেষ্ঠ করে তুলেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ