রিহানা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও
রিহানা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও ।
![]() |
| রিহানা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে মালুর প্রেমিকা-স্ত্রী, ঢাকার উচ্চবিত্ত নাগরিকা।
প্রথমত শিল্পী মালুর (রূপগুণমুগ্ধ/মোহগ্রস্ত?) প্রেম-প্রার্থিনী ছদ্মরহস্যময়ীর অনেক রোমান্স, থ্রিল এবং রোমান্টিক অভিব্যক্তি পরত পারিবারিক প্রতিবন্ধকতা সংকট অগ্রাহ্যে পালিয়ে বিবাহ-মাস তিনেক কাটতে না কাটতেই দাম্পত্য সংকটের সূচনা একদিনের চরম কাঙ্ক্ষিত প্রেমাস্পদ শিল্পী মালুর বিবিধ আর্থসামাজিক দৈন্য-সংকটে কারুময়ী, আত্মসুখকামী, আভিজাত্যময়ী, অভিমানী, উচ্চাভিলাষী, অসহিষ্ণু, অনুয়াময়ী, পরগামী, পরকামী, নাগরিক অশালীন, অশ্লীল, অশিষ্ট কুরুচিপূর্ণ রিহানার মোহভঙ্গ; দাম্পত্য-সংকটের তিক্ত, নগ্ন, জঘন্য চূড়ান্ত রূপ এবং ফলশ্রুতিতে পূর্ব সম্পর্কিত প্রেম-প্রার্থী খালাতো ভাই কালোবাজারি লম্পট উচ্চবিত্ত নাগরিক আহসানের উপ-পতিত্বে নতুন জীবন সন্ধান।
এ চরিত্র পরিমণ্ডলে নগর বিচিত্রা, নগর দর্পণ, নাগরিক জীবন সমীক্ষা মূলত শহীদুল্লা কায়সারের নগর সভ্যতার প্রতি অনাসক্তি, বিতৃষ্ণাই প্রতিফলিত হয়েছে। তবে পাশাপাশি গ্রামাশ্রয়ী জীবন ও সভ্যতার তুলনামূলক মালুকেন্দ্রিক ও সর্ববৃহৎ নগরাশ্রয়ী উপকাহিনি শিল্পমূল্যে যথেষ্ট ফিকে।
.png)