হুরমতি কে? তার সংক্ষিপ্ত বর্ণনা দাও

 হুরমতি কে? তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
হুরমতি কে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও
 হুরমতি কে? তার সংক্ষিপ্ত বর্ণনা দাও

উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে হুরমতি চরিত্রকে ঔপন্যাসিক নির্যাতিত মানুষের প্রতিনিধি করে উপন্যাসটিতে বিন্যস্ত করেছেন। 

হুরমতির জন্য সৈয়দ বাড়িতে, সুন্দরী, পিতৃ-পরিচয়হীনা, মা যার সৈয়দ পরিবারের দাসী, মিয়া নায়ের রমজানের জান্তব পাশব কামনা, যৌবনে প্রেম ও ঘরবাধার স্বপ্ন যার মরীচিকা মাত্র, ইচ্ছার স্বাধীনতা হরণ করেছে যার দুঃশাসনের নাগপাশ তথা একনা মিঞা মর্জির অবাধ্যতাহের, ঘন ঘন সদরে যাতায়াত ও রোজকামাইয়ে রাতে লেকুকে নিয়ে খিল এঁটে শুয়ে থাকা এবং মিঞা নায়ের রমজানের পরকীয় গণ-বধূত্বের অতৃপ্তি থেকে হুরমতিকে একান্ত নিজস্ব সম্পত্তিতে পরিণত করার ব্যা, ব্যাকুল, লোলুপ কামনার প্রস্তাবনায় সমূণ্য প্রত্যাখ্যানে অচিরাৎ এক জারজ সন্তান প্রসব দায়ে হুরমতিকে বহন করতে হয় মিঞার মাধ্যমে রমজানের ষড়যন্ত্র বিদ্ধ ক্রুর প্রতিশোধের নির্মম শাস্তি আর চিরকলঙ্কের নগ্ন কালিমা। 

যদিও দীর্ঘ প্রতীক্ষিতা, জেনী, বিদ্রোহিনী, পাল্টা প্রতিশোধস্পৃহ হুরমতিও তার প্রতিশোধ নিয়েছে অভিনব কৌশলে, পরিণত করেছে অমোঘ দেহের ফাঁদে বেদিল নাফরমানিতে, উন্মাদ, মরিয়া কাণ্ডজ্ঞানশূন্য লুব্ধ কামার্ত প্রজ্বলিত মোমের ন্যায়, লালাকরা প্রবল অগ্নিনিঃশ্বাসী লোমশ গরিলাসম শিকারি হিংস্র পশুকে বিপন্ন শিকারে। 

রমজানকে ভূষিত করেছে নাটকীয় আকস্মিকতায় নতুন একটি অভিধায় 'কানকাটা রমজানে'। যার পর দীর্ঘদিন অতিবাহিত হয় ২য় বিশ্বযুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, দাঙ্গা, দুর্ভিক্ষ, মহামারি, স্বাধীনতা, দেশ-বিভাগ, ইংরেজ বিদায়, হুরমতি অনেক চড়াই-উত্রাই ভেঙে ফিরে আসে সেই বাকুলিয়ায় আজন্ম লালিত স্বপ্ন-স্বর্গে' ভূনিহীন, আত্মবিহীন লেকুকে নিয়ে বিগত যৌবন সংসার সীমান্তে। 

এক্ষেত্রে হুরমতির চরিত্রে একটা বিষয় লক্ষণীয় প্রধানত এ চরিত্রটিকে কেন্দ্র করে প্রধান পটের ১/৩ অংশের জৈবিক, আর্থসামাজিক, নিটোল, মানবিক সংঘাতপূর্ণ ঘটনা মুখ্য নাটকীয় গল্প-রসের দ্রুতি যেন বিবিধ উত্থান-পতন, বন্ধুর গিরিসংকট, সানুমান, উপলব্যথিত উপত্যকার পাষাণকারা বিদীর্ণ করে হৈতিক জলশক্তি ক্রমান্বয় ঝরণা থেকে নদী সমুদ্র সন্ধানী- বৃহত্তর সমুদ্র-প্রমাণ দেশ-কাল-পটে ২য় বিশ্বযুদ্ধ, দাঙ্গা, মহামারি, দুর্ভিক্ষ, স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা, দেশ- বিভাগের মূল স্রোত (সম)-ঋদ্ধিকারী নেপথ্য অন্তঃসলিলা হুরমতি। উল্লেখ্য, শহীদুল্লা কায়সারের সামগ্রিক ও বিশেষত প্রধান প্রধান সাহিত্য-কর্মে নারী নিগ্রহ এবং নারী-বিদ্রোহ তথা নারী স্বাধীনতা-মুক্তি ও মূল্যায়নের চেতনা এক বিশেষ মাত্রায় রবীন্দ্র- শরৎচন্দ্রীয় ঐতিহ্যে নিরূপিত। 

শহীদুল্লা কায়সারের সৃষ্ট যাবতীয় নারী চরিত্রের মধ্যে সারেং বউ, সংশপ্তক, চন্দ্রভান, কন্যা, কবে পোহাবে বিভাবরী, কৃষ্ণচূড়া মেঘ, কুসুমের কান্না ইত্যাদি। এছাড়া কতিপয় ছোটগল্প সংকলনের নবীতুন, হুরমতি, আম্বরি, মিঞাগিন্নী হালিমা, রাবু, চন্দ্রভান কন্যা, বিরজিস প্রঃ ও কতিপয় নারী চরিত্র বিশেষ উল্লেখযোগ্য। বলতে গেলে সাহিত্যে শহীদুল্লা কায়সারের জীবন-ধর্মের এটি একটি যাবতীয় মৌল-প্রবণতার মধ্যে বিশেষ প্রবণতা বলা যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ