মিঞার পিয়াদা কালুর পরিচয় দাও
মিঞার পিয়াদা কালুর পরিচয় দাও ।
![]() |
| মিঞার পিয়াদা কালুর পরিচয় দাও |
উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে মিঞার বিশ্বস্ত পিয়াদা- জো হুকুম জাঁহাপনা-সদা অনুগত, অনুগ্রহজীবী, সরল-সোজা কিছুটা হাবাগোবা বউ-ছেলে -মেয়ে নিয়ে কোনমতে দিনযাপন করে, প্রয়োজনের তুলনায় নগণ্যই প্রাপ্তি।
মিঞা গিন্নীর দয়ার শরীর মাঝেমধ্যে নিদেন সংকটে সেই যা ভরসা। রমজান নিতান্তই ব্যক্তিগত প্রয়োজনে ক্ষুধার্ত চিড়িয়ার মুখে খাবার দিয়ে শিকার আয়ত্ত করার মতো কালুকে টেনে নামায় নিচে, নিকষ অন্ধকার পাপপথে; দাঙ্গাকারী লুটেরা হিসেবে অবশেষে যুদ্ধের বাজারে রমজানেরই পাশাপাশি আখের গুছিয়ে নিতে স্বাধীনতা উত্তর দেশবিভাগ পর তালতলির দেশত্যাগী, বিতাড়িত হিন্দুদের পরিত্যক্ত সম্পত্তি আত্মসাৎ করতে দেখা যায়।
চরিত্রটিতে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানি এক শ্রেণির সমাজ চরিত্র বাস্তবতা প্রতিষ্ঠিত ও প্রতিফলিত হয়েছে।
